দেশের সাতটি অঞ্চলে আজ সোমবার (১২ মে) দুপুর ১টার মধ্যে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সকালে দেওয়া এক পূর্বাভাসে জানানো হয়, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের এক-দু’টি স্থানে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যত্র আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
তাপমাত্রা প্রসঙ্গে বলা হয়, খুলনা বিভাগে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে, তবে দেশের অন্যান্য অঞ্চলে তা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। রাতের তাপমাত্রা সারাদেশে প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
তাপপ্রবাহের বিষয়ে পূর্বাভাসে জানানো হয়, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, রাজবাড়ী, খুলনা, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও যশোর জেলায় তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া দেশের অন্যান্য বেশ কিছু অঞ্চলে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বিরাজ করছে, যা কিছু কিছু এলাকায় প্রশমিত হতে পারে।
Leave a Reply