Thursday, May 22, 2025
No menu items!
HomeUncategorizedদেশত্যাগে নিষেধাজ্ঞায় অভিনেত্রী শাওনসহ একাধিকজন

দেশত্যাগে নিষেধাজ্ঞায় অভিনেত্রী শাওনসহ একাধিকজন

অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন, তার বাবা ইঞ্জিনিয়ার মো. আলী এবং ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদসহ ১২ জনের বিদেশগমনে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

বৃহস্পতিবার (২২ মে) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছানাউল্ল্যাহ, মামলার বাদী নিশি ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

নিষেধাজ্ঞা পাওয়া অন্য ব্যক্তিরা হলেন: ডিএমপির সিটিটিসি ইউনিটের সাবেক এডিসি নাজমুল ইসলাম, শাওনের বোন মাহিন আফরোজ শিঞ্জন, সেঁজুতি, সাব্বির, সুব্রত দাস, মাইনুল হোসেন, পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম ভূঁইয়া, উপ-পরিদর্শক শাহ আলম এবং মোখলেছুর রহমান মিল্টন।

এর মধ্যে সাইফুল ইসলাম ভূঁইয়া ও শাহ আলম জামিনে আছেন, বাকি ১০ জন পলাতক। এর আগে ২২ এপ্রিল তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।

আদালতের বেঞ্চ সহকারী পারভেজ সুমন জানান, মামলার কার্যক্রম চলাকালে আসামিদের বিদেশ যাত্রা ঠেকাতেই দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করা হয় এবং আদালত তা মঞ্জুর করেছেন। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. পিন্টু আবেদনটি দাখিল করেন। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ১ জুলাই।

মামলার এজাহারে বলা হয়, ২০২৪ সালের ২১ ফেব্রুয়ারি ৫০ লাখ টাকা দেনমোহর ধার্য করে ইঞ্জিনিয়ার মো. আলী পূর্বের স্ত্রী ও সন্তানদের তথ্য গোপন করে নিশি ইসলামকে বিয়ে করেন। পরে বিষয়টি জানতে পেরে নিশি ইসলাম প্রতারণা ও প্রাণনাশের হুমকির অভিযোগ তোলেন এবং গত ১৩ মার্চ তিনি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন।

মামলায় অভিযোগ করা হয়, বিয়ের পর মো. আলী তার পূর্বের সংসার গোপন রাখেন এবং একাধিকবার প্রতারণার আশ্রয় নেন। তার পূর্বের এক পুত্র ও তিন কন্যা সন্তান রয়েছে বলেও মামলায় উল্লেখ করা হয়।

/এআই/

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular