বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মতপার্থক্য থাকা গণতন্ত্রের স্বাভাবিক অংশ হলেও, দেশ গঠনের কাজে সবাইকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে আসতে হবে।
রোববার (১৮ মে) লন্ডনের স্থানীয় সময় একটি হোটেলে আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন,
“আমাদের মাঝে বিভিন্ন বিষয়ে মতবিরোধ থাকতে পারে, কিন্তু তা আমাদের ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার পথে বাধা হয়ে দাঁড়ানো উচিত নয়। দেশকে আন্তর্জাতিক অঙ্গনে মর্যাদার আসনে নিতে হবে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, কর্মসংস্থান সৃষ্টি করতে হবে।”
খেলাধুলার উন্নয়নে পরিকল্পনার ঘোষণা
তারেক রহমান জানান, যারা আন্তর্জাতিক পর্যায়ে খেলাধুলার মাধ্যমে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন, তাদের দায়িত্ব রাষ্ট্র গ্রহণ করবে। তিনি বলেন,
“দেশের প্রতিটি বিভাগে একটি করে ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান বা বিকেএসপি গড়ে তোলা হবে। প্রয়োজনে সিলেবাস সংস্কার করে দক্ষ খেলোয়াড় তৈরি করা হবে।”
বর্তমানে চারটি বিভাগে বিকেএসপি রয়েছে জানিয়ে তিনি বলেন,
“আমরা যদি সরকার গঠন করি, তাহলে দেশের সব বিভাগেই একটি করে বিকেএসপি প্রতিষ্ঠা করবো, যেন মানসম্পন্ন খেলোয়াড় তৈরি হয়।”
তিনি আরও জানান, রাজধানীর প্রতিটি ওয়ার্ডভিত্তিক খেলার মাঠ তৈরির পরিকল্পনাও বিএনপির রয়েছে।
“দুইটি ওয়ার্ডের মাঝখানে তিন-চার বিঘা জমি পাওয়া গেলে সেখানে মাঠ নির্মাণ করা হবে, যেখানে শিশুরা খেলবে, প্রবীণরা হাঁটবে — মানুষ মুক্তভাবে নিঃশ্বাস নিতে পারবে।”
শিক্ষায় খেলাধুলা ও ভাষা অন্তর্ভুক্তির প্রতিশ্রুতি
শিক্ষাব্যবস্থায় সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে তারেক রহমান বলেন,
“আমরা স্কুলের পাঠ্যক্রমে খেলাধুলা এবং দ্বিতীয় বা তৃতীয় ভাষা অন্তর্ভুক্ত করতে চাই। পরীক্ষায় এর জন্য আলাদা নম্বর থাকবে, অর্থাৎ শিক্ষার্থীদের এসব বিষয়ে অংশগ্রহণ বাধ্যতামূলক করা হবে।”
কোকোকে স্মরণ ও নির্বাচন প্রসঙ্গ
অনুষ্ঠানে ছোট ভাই আরাফাত রহমান কোকোকে স্মরণ করে তিনি বলেন,
“বড় ভাই হিসেবে গর্ব করার জন্য যা যা থাকা প্রয়োজন, কোকোর মধ্যে তা সবই ছিল।”
নির্বাচন প্রসঙ্গে তারেক রহমান বলেন,
“আমরা ডিসেম্বরের মধ্যেই একটি গ্রহণযোগ্য নির্বাচন চাই। এই দাবির পেছনে আমাদের বহু নেতাকর্মী প্রাণ দিয়েছেন, গুম হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন। এটি জনগণের মৌলিক রাজনৈতিক অধিকার।”