জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ বরাবরই দেশের ইতিহাস, ঐতিহ্য, প্রকৃতি ও মানুষকে তুলে ধরার প্রয়াস চালিয়ে আসছে। সেই ধারাবাহিকতায় এবার অনুষ্ঠানটির নতুন পর্ব ধারণ করা হয়েছে ঝিনাইদহ জেলায়।
শনিবার (১৭ মে) সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত মহেশপুর উপজেলার দত্তনগর বীজ উৎপাদন খামারের মনোরম পরিবেশে অনুষ্ঠানটির চিত্রায়ন সম্পন্ন হয়। এশিয়ার অন্যতম বৃহৎ কৃষি খামার হিসেবে পরিচিত এই স্থানের ঐতিহাসিক কুশাডাঙ্গা বটতলা প্রাঙ্গণকে বর্ণিলভাবে সাজিয়ে ধারণ কাজ পরিচালিত হয়।
অনুষ্ঠান উপস্থাপক হানিফ সংকেতের প্রাণবন্ত উপস্থাপনায় এবারের পর্বে স্থান পেয়েছে ঝিনাইদহের গ্রামীণ সৌন্দর্য, সংস্কৃতি ও ইতিহাস। পাশাপাশি উঠে এসেছে এই জেলার সীমান্তবর্তী জনজীবনের নানা গল্প, মহান মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পৈতৃক ভিটা, বেথুলি এলাকার এশিয়ার বৃহত্তম বটগাছ এবং জেলার বিখ্যাত বাওড়গুলোর কথা।
ইত্যাদির ধারণকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ লক্ষ করা গেছে। অনুষ্ঠান দেখার জন্য আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক মানুষ ভিড় করেন ধারণস্থলে। প্রিয় অনুষ্ঠান নিজ এলাকায় ধারণ হতে দেখে তারা উচ্ছ্বাস প্রকাশ করেন।
মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার জানান, ধারণ অনুষ্ঠান উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছিল এবং সুষ্ঠুভাবে ধারণ কাজ সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, ‘ইত্যাদি’র এই পর্বটি শিগগিরই বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বিটিভি ওয়ার্ল্ডে একযোগে সম্প্রচারিত হবে।