বাংলাদেশ সিরিজের সূচি দিল শ্রীলঙ্কা

বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের সূচি প্রকাশ করেছে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড। এই সফরের জন্য আগামী মাসে শ্রীলঙ্কায় যাবে বাংলাদেশ ক্রিকেট দল।

প্রায় আট বছর পর শ্রীলঙ্কায় তিন সংস্করণেই খেলবে বাংলাদেশ। সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টির এই সফরের ম্যাচগুলো হবে চার শহরের পাঁচ ভেন্যুতে।

এক বিবৃতিতে সোমবার এই সূচি প্রকাশ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। ২০১৭ সালের পর এবারই প্রথম তিন সংস্করণের পূর্ণাঙ্গ সফরে শ্রীলঙ্কায় যাবে বাংলাদেশ।

২০১৯ ও ২০২১ সালেও দ্বিপাক্ষিক সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফর করেছে বাংলাদেশ। তবে ২০১৯ সালে তিন ওয়ানডে ও ২০২১ সালে শুধু দুই টেস্ট খেলেছে তারা। এছাড়া ২০২৩ সালের এশিয়া কাপ খেলতেও শ্রীলঙ্কা গিয়েছিল বাংলাদেশ।

আগামী ৩ জুন শেষ হবে পাকিস্তান সফরের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর দেশে ফিরে ঈদের ছুটি কাটিয়ে ১৩ জুন শ্রীলঙ্কায় চলে যাবেন লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্তরা।

গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ১৭ জুন শুরু সিরিজের প্রথম টেস্ট। পরে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে দ্বিতীয় ম্যাচ শুরু ২৫ তারিখ।

একই শহরের প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে ২ ও ৫ জুলাই হবে প্রথম দুই ওয়ানডে। ৮ জুলাই শেষ ওয়ানডে খেলতে পাল্লেকেলে চলে যাবে দুই দল। ওয়ানডে তিনটিই হবে দিন-রাতের ম্যাচ।

ওই মাঠে ১০ জুলাই শুরু টি-টোয়েন্টি সিরিজ। ডাম্বুলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম দ্বিতীয় ম্যাচ ১৩ জুলাই। পরে প্রেমাদাসায় ১৬ জুলাই লম্বা সফরের শেষ ম্যাচটি খেলতে আবার কলম্বোয় ফিরবে দুই দল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here