1. jashoretimesbd@gmail.com : admin :
  2. contact@thejashoretimes.com : যশোর টাইমস ডেস্ক : যশোর টাইমস ডেস্ক
শুক্রবার, ০২ মে ২০২৫, ১১:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
৫ মে ডা. জুবাইদা রহমানকে সাথে নিয়ে দেশে ফিরবেন খালেদা জিয়া নর্থ সাউথে ভর্তি পরীক্ষা: উত্তীর্ণ ৯ জনের মধ্যে পঞ্চম উপদেষ্টা আসিফ ‘ঘিরে ফেলা হচ্ছে চিকেন’স নেক’—উদ্বিগ্ন ভারত! অভিনেতা সিদ্দিককে পিটিয়ে থানায় দিলো ছাত্রদল বাংলাদেশে তাঁবু গেড়েছে লক্ষাধিক রোহিঙ্গা, আশ্রয় দেওয়ার অনুরোধ জাতিসংঘের শয়তানের ধোঁকায় পড়ে কথা বলেছি: ধরা পড়ার পর জামায়াতের সাবেক সভাপতি গাজায় ‘লাইভ স্ট্রিমিং’ করে গণহত্যা ইসরাইলি বাহিনীরঃ অ্যামনেস্টি ১৩০ পারমাণবিক অস্ত্র সাজানোর জন্য নয়, ভারতের দিকে তাক করা: পাকিস্তানের রেলমন্ত্রী যশোরে চুরির ঘটনায় জড়িত প্রতারক চক্রের ০৫ সদস্য গ্রেফতার পাক-ভারত উত্তেজনা কমাতে ইরানের প্রস্তাবকে স্বাগত জানালেন শেহবাজ শরিফ

বিমান তৈরির স্বপ্ন পূরণে জুলহাসের পাশে ইউএস-বাংলা এয়ারলাইন্স

  • আপডেটের সময়ঃ বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫

মানিকগঞ্জের তরুণ উদ্ভাবক জুলহাস মোল্লার তৈরি উড়োজাহাজ দেশজুড়ে আলোড়ন তুলেছে। তার গবেষণা ও উন্নয়নের কাজে সহযোগিতার হাত বাড়াতে এগিয়ে এসেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। বেসরকারি এই এয়ারলাইন্সটি জুলহাসকে বিমান তৈরির ব্যয়সহ সব লজিস্টিক ও টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার প্রস্তাব দিয়েছে। এই সহায়তার মাধ্যমে জুলহাস মোল্লা তার উদ্ভাবনী কাজের পরিধি আরও বিস্তৃত করতে পারবেন।

বৃহস্পতিবার (৬ মার্চ) ইউএস বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক-জনসংযোগ কামরুল ইসলাম বলেন, জুলহাসের গবেষণাকে এগিয়ে নিতে তার উড়োজাহাজ নির্মাণে প্রয়োজনীয় সব আর্থিক ও কারিগরি সহায়তা দিতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স। এছাড়া, গবেষণা বা প্রশিক্ষণের জন্য যদি তার বিদেশে যাওয়ার প্রয়োজন হয়, সেক্ষেত্রেও ইউএস-বাংলা তাকে পূর্ণ সহযোগিতা করতে চায়।

বৃহস্পতিবার ইউএস-বাংলা এয়ারলাইন্সের উত্তরা কার্যালয়ে আসেন জুলহাস মোল্লা। এসময় তিনি ইউএস-বাংলার প্রস্তাব শোনেন। ইউএস-বাংলার সঙ্গে কীভাবে এক হয়ে কাজ করতে পারেন সে বিষয়ে পরিবারের সঙ্গে কথা বলবেন জুলহাস। এরপর সিদ্ধান্ত জানাবেন।

এর আগে, মানিকগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকেও জুলহাসের গবেষণাকে উৎসাহিত করতে আর্থিক সহায়তা দেওয়ার কথা জানানো হয়েছিল।

জুলহাসের এই সফলতা দেশের তরুণ উদ্ভাবকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এখন অপেক্ষা তার গবেষণা আরও বড় পরিসরে বিস্তৃত হওয়ার। জুলহাস মোল্লার মূল বাড়ি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঘুটিয়া এলাকায়। নদী ভাঙনের কারণে তার পরিবার বর্তমানে জেলার শিবালয় উপজেলার ষাইটঘর তেওতা এলাকায় বসবাস করছে। তিনি ছয় ভাই ও দুই বোনের মধ্যে পঞ্চম। ২০১৪ সালে তিনি জিয়নপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। আর্থিক সংকটের কারণে পড়ালেখা চালিয়ে যেতে পারেননি। বর্তমানে ঢাকায় ইলেকট্রিক মিস্ত্রির কাজ করছেন ২৮ বছর বয়সী এই তরুণ।

জুলহাসের বাবা জলিল মোল্লা জানিয়েছেন, ‘ছোটবেলা থেকেই জুলহাস বিভিন্ন প্লাস্টিকের জিনিস কেটে কিছু একটা তৈরি করতে চাইতো। যখন তাকে জিজ্ঞেস করা হতো, সে বলতো, একদিন তুমি দেখবে কী বানিয়েছি।’

তিনি আরও বলেন, ‘গত চার বছর ধরে সে বিমান তৈরি করে উড্ডয়নের চেষ্টা করছিল, তবে সফল হতে পারছিল না। কিন্তু এবার তার বিমানটি সফলভাবে উড্ডয়ন করতে সক্ষম হয়েছে। গত ৩ মার্চ যমুনার চরে তার বিমানটি প্রায় ৫০ ফুট উচ্চতায় উঠেছিল এবং পরদিন সকালে আনুষ্ঠানিকভাবে বিমানটি ওড়ানো হয়।’

এই তরুণ উদ্ভাবকের সাফল্য অনুপ্রেরণার একটি উজ্জ্বল উদাহরণ হিসেবে প্রমাণিত হয়েছে। যা ভবিষ্যতে প্রযুক্তি ও উদ্ভাবনে বাংলাদেশের প্রতিভাবান তরুণদের জন্য একটি নতুন দ্বার উন্মোচন করবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© ২০২৫ | যশোর টাইমস কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
Theme Customized By BreakingNews