Sunday, November 16, 2025
No menu items!
Homeখেলাধুলাযশোর উপশহর মাঠে মিনি স্টেডিয়াম হবে: ঘোষণা বাফুফে সভাপতির

যশোর উপশহর মাঠে মিনি স্টেডিয়াম হবে: ঘোষণা বাফুফে সভাপতির

যশোরে ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনা যোগ হলো। শনিবার বিকেলে যশোর উপশহর মাঠে বেলুন উড়িয়ে ‘তরিকুল ইসলাম স্মৃতি আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট’-এর উদ্বোধন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি ঘোষণা দেন— উপশহর মাঠকে মিনি স্টেডিয়ামে রূপান্তর করা হবে।

উদ্বোধনী বক্তব্যে তাবিথ আউয়াল বলেন, “আমরা প্রতিহিংসায় নয়, প্রতিযোগিতায় বিশ্বাসী।” তিনি আরও জানান, সমাজে সমতা, বন্ধুত্ব ও সম্প্রীতি জোরদারে খেলাধুলার বিকল্প নেই। যশোরের ক্রীড়া ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, এখানকার অনেক খেলোয়াড় জাতীয় পর্যায়ে কৃতিত্ব রেখেছেন, এই ধারা বজায় রাখতে হবে।

অনুষ্ঠানে উপস্থিতে ছিলেন— বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, বাফুফে সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী, যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন এবং যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান।

উদ্বোধনী দিবসে মুখোমুখি হয় উপশহর ইউনিয়ন ও ফতেপুর ইউনিয়ন দল। এর আগে শিশু শিল্পীদের মনোজ্ঞ ডিসপ্লে দর্শকদের মুগ্ধ করে।

প্রয়াত বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামকে স্মরণ করে এবারই প্রথমবার এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। যশোর সদর উপজেলার ১৫টি ইউনিয়নের ১৫টি দল এতে অংশ নিচ্ছে।

আয়োজকদের তথ্য মতে, আগামী ২২ নভেম্বর প্রথম পর্ব শেষ হবে। এরপর কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল শেষে ২৯ নভেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল।

সূত্র: বাসস

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments