বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল নির্বাচিত হয়েছেন ফিফা টেকনোলজি, ইনোভেশন অ্যান্ড ডিজিটাল ট্রান্সফরমেশন কমিটির সদস্য হিসেবে।
এছাড়া মাহফুজা আক্তার কিরণ পেয়েছেন ফিফার ইয়ুথ গার্লস কম্পিটিশন কমিটির সদস্যপদ।
বিশ্ব ফুটবলে বাংলাদেশের প্রতিনিধিত্ব
ফিফার এই দু’টি গুরুত্বপূর্ণ কমিটিতে বাংলাদেশের দুই প্রতিনিধি অন্তর্ভুক্ত হওয়ায় ফুটবল অঙ্গনে উৎসবের আমেজ তৈরি হয়েছে। এটি দেশের ফুটবলের জন্য এক নতুন স্বীকৃতি বলে মনে করছেন ক্রীড়া বিশ্লেষকেরা।
তাবিথ আউয়ালের প্রযুক্তিনির্ভর ফুটবলের উদ্যোগ
সভাপতির দায়িত্ব নেওয়ার পর থেকে তাবিথ আউয়াল বাংলাদেশ ফুটবলে প্রযুক্তিনির্ভর আধুনিক ব্যবস্থাপনা চালু করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
তিনি তৃণমূল পর্যায়ে প্রতিভা অনুসন্ধান, অবকাঠামো উন্নয়ন এবং প্রবাসী ফুটবলারদের জাতীয় দলে অন্তর্ভুক্তি প্রক্রিয়াকে জোরদার করেছেন।
ফিফা তার এই উদ্ভাবনী প্রচেষ্টাকে স্বীকৃতি জানিয়ে টেকনোলজি, ইনোভেশন অ্যান্ড ডিজিটাল ট্রান্সফরমেশন কমিটিতে তাকে অন্তর্ভুক্ত করেছে।
নারী ফুটবলে কিরণের অবদান
বাংলাদেশ নারী ফুটবলের ধারাবাহিক সাফল্যের পেছনে অন্যতম কারিগর হিসেবে বিবেচিত হচ্ছেন উইমেন্স উইং চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।
তার নেতৃত্বেই বাংলাদেশ নারী দল দক্ষিণ এশিয়ার শিরোপা জয় করে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান শক্ত করেছে।
এই অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ফিফা তাকে ইয়ুথ গার্লস কম্পিটিশন কমিটির সদস্যপদে মনোনীত করেছে।
বাফুফে পরিবারের প্রতিক্রিয়া
বাফুফের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “বাংলাদেশ ফুটবলের জন্য এটি একটি গর্বের মুহূর্ত। আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের প্রতিনিধিত্ব এখন আরও বিস্তৃত হলো।”
ক্রীড়াঙ্গনে অভিনন্দনের জোয়ার
তাবিথ আউয়াল ও মাহফুজা আক্তার কিরণের এই অর্জনে দেশের ক্রীড়াঙ্গন ও ভক্তদের মধ্যে অভিনন্দনের ঢেউ উঠেছে।
অনেকে একে বাংলাদেশ ফুটবলের বৈশ্বিক স্বীকৃতির নতুন অধ্যায় বলে উল্লেখ করেছেন।