টি-টোয়েন্টি সিরিজে জয় নিশ্চিত করল বাংলাদেশ
শারজাহতে জয়: সিরিজের শেষ ম্যাচেও আফগানিস্তানকে পরাজিত করল টাইগাররা
রোববার (৫ অক্টোবর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে আফগানিস্তানকে ১৮ ওভারে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ। সিরিজের প্রতিটি ম্যাচে জয় নিশ্চিত করায় টাইগাররা নিজেদের আধিপত্য প্রমাণ করলো।
সাইফ হাসানের আগুনে জয়:
আফগানিস্তানের ১৪৪ রানের লক্ষ্য সামনে রেখে টাইগাররা কিছুটা চাপের মধ্যে ছিল, তবে ওপেনার তানজিদ হাসান এবং বিশেষ করে সাইফ হাসানের আক্রমণাত্মক ব্যাটিং ম্যাচের রূপ পাল্টে দেয়। পাওয়ারপ্লেতে সাইফের ছক্কার সাহায্যে ম্যাচের গতি বাংলাদেশী দলে চলে আসে।
সাইফের আন্তর্জাতিক ফিফটি:
ইনিংসের শেষদিকে সাইফ হাসান আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের চতুর্থ অর্ধশতক সম্পন্ন করেন। আহমেদজাইয়ের ওভারে তিনি একাই নেন ১৫ রান, যার মধ্যে একটি ছক্কা গ্যালারির ছাদে গিয়ে পড়ে। ইনিংসের শেষ দিকে নুরুল হাসানের ছক্কায় নিশ্চিত হয় বাংলাদেশি জয়।
আফগানিস্তানের ব্যাটিং:
আগে ব্যাট করে আফগানিস্তান ২০ ওভারে ১৪৩ রান করে। দলের হয়ে দারউইশ রাসুলি ৩২, সেদিকউল্লাহ আতাল ২৮ ও মুজিব উর রেহমান অপরাজিত ২৩ রান করেন। বাংলাদেশের বোলারদের মধ্যে সাইফউদ্দিন নেন ৩ উইকেট, নাসুম ও তানজিম নেন ২টি করে।
পুরনো প্রতিশোধ নিল টাইগাররা:
২০১৮ সালের দেরাদুনে আফগানিস্তানের কাছে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়া বাংলাদেশের প্রতিশোধও নেওয়া হলো। যদিও ২০২৩ সালে বাংলাদেশ ২-০ ব্যবধানে আফগানদের হারিয়েছিল, তাতে পূর্ণ সিরিজ হোয়াইটওয়াশের প্রতিশোধ হয়নি। আজকের ম্যাচে সেই অধরা শোধ পূর্ণ হলো।