হেফাজতে ইসলাম বলছে, নর্থ সাউথের শিক্ষার্থী অপূর্ভ পালের কোরআন অবমাননার দায়ে দৃষ্টান্তমূলক বিচার না করলে তাঁরা ঢাকা অভিমুখে লং মার্চের কর্মসূচি ঘোষণা করবেন।
ঘটনা ও দাবি
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পালের কোরআন অবমাননার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর হেফাজতে ইসলাম বাংলাদেশ তা তীব্রভাবে নিন্দা করেছে। সংগঠনের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান এক যৌথ বিবৃতিতে বলেছে, যদি অন্তর্বর্তী সরকার দ্রুত এবং দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত না করে, তাহলে তারা ঢাকা অভিমুখে লং মার্চ করবেন।
ভাইরাল ভিডিও ও প্রতিক্রিয়া
বিবৃতিতে বলা হয়েছে, অপূর্বের প্রকাশিত ভিডিওতে কোরআন অবমাননার দৃশ্য কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমানের হৃদয়ে ব্যথা সৃষ্টি করেছে। অপূর্ব নিজেই তার ফেসবুক প্রোফাইলে ওই ভিডিও প্রকাশ করে আরও বড় অপরাধ করেছেন—বিবৃতির ভাষ্য অনুযায়ী এটি সচেতনভাবে করা হয়েছে। তাই তাদের দাবি, ঘটনার দায়ের ও বিচারের স্বচ্ছতা নিশ্চিত করতে সরকারের তৎপরতা জরুরি।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা ও প্রশ্ন
হেফাজত উল্লেখ করেছে, এই ঘটনায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের বক্তব্যও প্রয়োজন। তারা স্মরণ করিয়ে দিয়েছে, এর আগে ক্লাসে হাদিস উল্লেখের কারণে বিশ্ববিদ্যালয় এক শিক্ষককে চাকুরিচ্যুত করেছিল—অতএব বিশ্ববিদ্যালয়কে ঘটনাটির প্রসঙ্গ ও ঘটনাবলের ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
উদ্দেশ্যপ্রণোদিততার সন্দেহ ও তদন্ত দাবি
লিখিত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেছেন, ভাইরাল ভিডিওতে অপূর্বের অঙ্গভঙ্গি ও কথাবার্তা দেখে এটি কোনো মুগ্ধতার বা পাগলার কাজ মনে হয়নি; বরং উদ্দেশ্যপ্রণোদিত হওয়ার গুরুতর সম্ভাবনা রয়েছে। তাই তারা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছেন—যদি এ ঘটনার পেছনে দেশি বা বিদেশি কোনো এজেন্সির সম্পৃক্ততা থাকে, তা দ্রুত উন্মোচন করে দায়ীদের খুঁজে বের করতে হবে।
অতীত অভিজ্ঞতা ও আস্থা হীনতা
হেফাজত বলেছে, অতীতে ধর্ম অবমাননার বিভিন্ন ঘটনায় তারা আইনের ওপর ভর করে ধৈর্য রেখেছেন; কিন্তু অনেকে বিচার বঞ্চিত হয়েছে। বিবৃতিতে রাহাল রাহা ও কবি সোহেল হাসান গালিবের নাম উল্লেখ করে বলা হয়েছে, তৎকালীন প্রতিশ্রুতির বিপরীতে কোনও ন্যায্য বিচার হয়নি—ফলে ধর্মপ্রাণ মুসলমানদের ধৈর্য বহমান থাকার আশা ভাঙছে।
চূড়ান্ত সতর্কবাণী ও আন্দোলনের ডাক
নেতৃবৃন্দ ঘোষণা করেছেন, সরকার যদি কোরআন অবমাননাকারী অপূর্ব পালের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত না করে, তবে তারা দেশের শীর্ষ উলামায়ে কেরামের সঙ্গে পরামর্শ করে ঢাকা অভিমুখে লং মার্চ ঘোষণা করবেন। বিবৃতিতে আরও বলা হয়েছে—they’ve shown enough patience and more patience will not be given.
কোরআন অবমাননার ঘটনার বিচার না হলে ঢাকা অভিমুখে লং মার্চ: হেফাজত
RELATED ARTICLES