আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি তার নির্বাচনী প্রচারণা জোরদার করছেন। এরই অংশ হিসেবে শার্শা উপজেলার ১ নং ডিহি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের পাকশিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে তিনি এক জনসভা করেন।
সমাবেশে স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। বক্তৃতায় মফিকুল হাসান তৃপ্তি পরিবর্তন, গণতান্ত্রিক অধিকার এবং এলাকার সার্বিক উন্নয়নের অঙ্গীকার তুলে ধরেন। পাশাপাশি তিনি ভোটারদের আসন্ন নির্বাচনে বিএনপিকে সমর্থন দেওয়ার আহ্বান জানান।
স্থানীয়রা জানান, নির্বাচনী মাঠে তৃপ্তির প্রচারণা আরও গতিশীল হচ্ছে এবং গ্রাম-গঞ্জে তার উপস্থিতি বাড়ছে।


