Tuesday, August 12, 2025
No menu items!
Homeরাজনীতিএনসিপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন আলোচিত নেত্রী নীলা ইস্রাফিল

এনসিপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন আলোচিত নেত্রী নীলা ইস্রাফিল

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন দলটির আলোচিত নেত্রী নীলা ইস্রাফিল। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দলটির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে বলেন, এনসিপি অপরাধীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না এবং নারীদের হেনস্তার ঘটনাতেও নীরবতা পালন করে।

সোমবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে নীলা লেখেন, “আমি নৈতিকতা বেছে নিচ্ছি, দুর্বৃত্ত রাজনীতি নয়। এমন একটি দলে থাকতে পারি না, যেখানে অপরাধীর বিচার হয় না, বরং নারী নিপীড়কের পক্ষেই নীরবতা পালন করা হয়।”

তিনি আরও জানান, “একজন নারীকে অপমান ও নিপীড়নের পরও যে অপরাধী দলীয় আশ্রয়ে ঘুরে বেড়াতে পারে, সেই দল আদর্শ কিংবা ন্যায়বিচারের প্রতিনিধিত্ব করতে পারে না।”

পোস্টের শেষদিকে নীলা স্পষ্ট ভাষায় লেখেন, “আমি আজ থেকেই এনসিপির সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করছি। আমি ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। আপসহীন প্রতিবাদই আমার অস্ত্র।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments