বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, হাইকোর্টের রায়ে আইনের শাসনের জয় হয়েছে। তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন তারা আর সময়ক্ষেপণ না করে অবিলম্বে আদালতের আদেশ বাস্তবায়ন করে।
বৃহস্পতিবার বিকেল ৪টার পর রাজধানীর কাকরাইলে আন্দোলনরত দলীয় নেতা-কর্মীদের মাঝে বক্তব্য দেন ইশরাক। তিনি বলেন, “আজ আমরা আদালতের রায় পেয়েছি। যদি সরকার আবারও সময় নষ্ট করে বা গড়িমসি করে, তাহলে কাল সকালেই আমরা এখানে আবার জমায়েত হবো।”
তিনি জানান, হাইকোর্টের আদেশ পাওয়ার পর দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আপাতত আন্দোলন স্থগিত রাখা হচ্ছে। তবে সরকারকে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে। এ সময়ের মধ্যে সরকারের পদক্ষেপের ওপর ভিত্তি করেই পরবর্তী আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হবে।
সড়কে দুর্ভোগ সৃষ্টির জন্য দুঃখ প্রকাশ করে ইশরাক বলেন, “আমাদের কর্মসূচির কারণে যানজট ও ভোগান্তি তৈরি হয়েছে, এজন্য আমরা জনগণের কাছে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছি। তবে এই পরিস্থিতির জন্য সরকারই দায়ী, কারণ তারা আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছে।”
সরকারের অভ্যন্তরে থাকা দুই ছাত্র প্রতিনিধির পদত্যাগ দাবি করে তিনি বলেন, “এই দুইজন সরাসরি একটি নতুন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত এবং সে দলের সংগঠক হিসেবে কাজ করছেন। তাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমাদের দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না।”
/এআই/