স্বাধীনতা দিবসে (২৬ মার্চ) কুচকাওয়াজ না হওয়ার যে খবর প্রকাশিত হয়েছে, তা সঠিক নয় বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার।
রোববার রাতে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদারের পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বার্তায় জানানো হয়, ঢাকার জাতীয় স্টেডিয়ামে সংস্কার কাজ চলমান থাকায় রাজধানীতে কুচকাওয়াজ আয়োজন করা সম্ভব হচ্ছে না। তবে দেশের বাকি ৬৩টি জেলায় যথাযথ মর্যাদার সঙ্গে কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে এবং মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হবে। এ লক্ষ্যে জেলা প্রশাসকদের (ডিসি) প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে, একই দিন দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি সাংবাদিকদের জানিয়েছিলেন, এ বছরও স্বাধীনতা দিবসে কোনো কুচকাওয়াজ হচ্ছে না। তবে প্রধান উপদেষ্টার দপ্তরের বার্তায় স্পষ্ট করা হয়েছে যে, শুধু ঢাকায় কুচকাওয়াজ হচ্ছে না, কিন্তু দেশের অন্যান্য জেলায় এ আয়োজন যথারীতি চলবে।
প্রসঙ্গত, সরকারিভাবে বিজ্ঞপ্তিতে কুচকাওয়াজের স্থান হিসেবে জাতীয় স্টেডিয়ামের নাম উল্লেখ করা হলেও, রীতি অনুযায়ী ঢাকায় স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ সাধারণত কুর্মিটোলায় জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়ে থাকে।
Leave a Reply