Thursday, January 15, 2026
No menu items!
Homeজাতীয়আওয়ামী লীগ ছেড়ে জামায়াতে এলে জেল-জুলুমের দায়িত্ব নেবে জামায়াত: সাবেক এমপি লতিফুর...

আওয়ামী লীগ ছেড়ে জামায়াতে এলে জেল-জুলুমের দায়িত্ব নেবে জামায়াত: সাবেক এমপি লতিফুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান বলেছেন, আওয়ামী লীগ থেকে কেউ জামায়াতে যোগ দিলে তাদের যাবতীয় দায়দায়িত্ব দল নেবে। তিনি দাবি করেন, রাজনৈতিক কারণে জেল-জুলুম বা থানায় হয়রানির বিষয়েও জামায়াত পাশে থাকবে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া মদনমোড় এলাকায় এক উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।

লতিফুর রহমান বলেন, “আগামী দিনের বাংলাদেশে বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে। আপনারা আওয়ামী লীগ থেকে জামায়াতে যোগ দেন—আপনাদের জেল-জুলুম কিংবা থানার সব দায়দায়িত্ব আমরা নেব, ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “আপনারা আওয়ামী লীগ থেকে জামায়াতে জয়েন করেন, বিএনপি থেকে জামায়াতে জয়েন করেন—দায়িত্ব আমরা নেব। জামায়াতকে আগের জামায়াত মনে করবেন না। এখনকার জামায়াত অনেক শক্তিশালী।”

বক্তব্যে তিনি বিএনপির সমালোচনা করে বলেন, “আমাদের কেন ‘রগ কাটা পার্টি’ বলা হয়? মানুষের যখন বলার মতো কিছু থাকে না, তখন তারা আবোলতাবোল বলে। জনগণ এখন এসব আর গ্রহণ করছে না।”

এ সময় তিনি দাবি করেন, হিন্দু ধর্মাবলম্বীরাও জামায়াতে যোগ দিচ্ছেন। তার ভাষায়, “মানুষ এখন সব দল দেখে শেষ করে জামায়াতে ইসলামীকে নতুন করে দেখতে চায়।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments