Thursday, January 15, 2026
No menu items!
Homeজাতীয়মেয়েকে সঙ্গে নিয়ে ২৫ ডিসেম্বর ঢাকায় ফিরছেন তারেক রহমান

মেয়েকে সঙ্গে নিয়ে ২৫ ডিসেম্বর ঢাকায় ফিরছেন তারেক রহমান

মেয়েকে সঙ্গে নিয়ে আগামী ২৫ ডিসেম্বর সকাল ১১টার পর ঢাকায় পৌঁছাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী বিমান নির্ধারিত সময়ের পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার।

তিনি জানান, লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় আসবেন তারেক রহমান। এ সফরে তার সঙ্গে থাকবেন তার কন্যা জাইমা রহমান। এ বিষয়ে আব্দুস সাত্তার বিবিসি বাংলা-কে নিশ্চিত করেছেন।

এর আগে গত ১২ ডিসেম্বর রাতে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, “সবকিছু ঠিক থাকলে আগামী ২৫ ডিসেম্বর বাংলাদেশে ফিরবেন তারেক রহমান।”

উল্লেখ্য, ২০০৭ সালের জানুয়ারিতে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা গ্রহণের পর দুর্নীতির মামলায় গ্রেপ্তার হয়ে প্রায় ১৮ মাস কারাভোগ করেন তারেক রহমান। পরে ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর তিনি মুক্তি পান এবং একই বছরের ১১ সেপ্টেম্বর পরিবারের সদস্যদের সঙ্গে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

দীর্ঘ ১৭ বছরেরও বেশি সময় পর এবার দেশে ফিরতে যাচ্ছেন বিএনপির এই শীর্ষ নেতা, যা দেশের রাজনীতিতে নতুন আলোচনার সৃষ্টি করেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments