Thursday, January 15, 2026
No menu items!
Homeজাতীয়অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ

অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছেন যুব ও ক্রীড়া, সমবায় ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম।
প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে তাদের পদত্যাগের তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে।

আজ সন্ধ্যা সোয়া ছয়টায় যমুনায় নির্ধারিত সংবাদ সম্মেলনে এই পদত্যাগ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদত্যাগ প্রসঙ্গে প্রশ্ন করা হলে আসিফ মাহমুদ বলেন,
“এটা আমার বলার এখতিয়ার নেই। বিষয়টি প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হবে। একটু অপেক্ষা করতে হবে।”

এসময় তিনি আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেয়ার ইচ্ছা প্রকাশ করেন। তবে কোন দল বা কোন প্ল্যাটফর্ম থেকে তিনি নির্বাচন করবেন তা স্পষ্ট করেননি।
তবে আগে থেকেই তিনি ঢাকা-১০ আসন থেকে নির্বাচন করতে চান বলে জানিয়েছিলেন। কয়েকদিন আগে তিনি তার ভোটার এলাকা কুমিল্লা থেকে পরিবর্তন করে ঢাকা-১০ এ স্থানান্তর করেন।

আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ৮ আগস্ট ছাত্রদের প্রতিনিধি হিসেবে উপদেষ্টা পদে শপথ নেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। প্রথমে শ্রম উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়ে পরে যুব ও ক্রীড়া, স্থানীয় সরকার ও সমবায়—এই তিন মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করেন।

অন্যদিকে, মাহফুজ আলম প্রথমে উপদেষ্টার মর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ছিলেন। পরবর্তীতে নাহিদ ইসলাম উপদেষ্টা পদ থেকে সরে গিয়ে এনসিপির আহ্বায়ক হলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান তিনি।

হঠাৎ এ দুই উপদেষ্টার পদত্যাগকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। সন্ধ্যার সংবাদ সম্মেলনের দিকেই এখন সকলের নজর।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments