Thursday, January 15, 2026
No menu items!
Homeজাতীয়বেগম খালেদা জিয়া ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা, সরকারের প্রজ্ঞাপন জারি

বেগম খালেদা জিয়া ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা, সরকারের প্রজ্ঞাপন জারি

সরকারিভাবে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ বা VIP মর্যাদা পেলেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বিশেষ নিরাপত্তার লক্ষ্যে তার জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্স (SSF) নিয়োগের সিদ্ধান্তও নিয়েছে সরকার।

স্পেশাল সিকিউরিটি ফোর্স আইন, ২০২১–এর ধারা ২(ক) অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে সোমবার (১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রেসিডেন্টের আদেশক্রমে কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী এতে স্বাক্ষর করেন।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অবিলম্বে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করা হলো এবং তার নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা বাহিনী নিয়োগ দেওয়া হবে। একই সঙ্গে আইন মন্ত্রণালয় থেকে এসআরও প্রকাশ করা হয়েছে।

এদিকে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতার কারণে গত কয়েকদিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন খালেদা জিয়া। তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে বিএনপি নেতাকর্মী এবং সাধারণ মানুষ হাসপাতালের সামনে জড়ো হচ্ছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments