প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক ব্রিটিশ মন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠকে তিনি এ প্রতিশ্রুতি দেন।
নানা ইস্যুতে বিস্তৃত আলোচনা
বৈঠকে দুই পক্ষের মধ্যে ফেব্রুয়ারির নির্বাচন, অবৈধ অভিবাসন প্রতিরোধ, বাণিজ্য সম্প্রসারণ, রোহিঙ্গা সংকট, বিমান ও সামুদ্রিক সহযোগিতাসহ একাধিক ইস্যুতে আলোচনা হয়।
নির্দিষ্ট সময়ে নির্বাচন—নতুন ভোটারদের নিয়ে আশাবাদ
অধ্যাপক ইউনুস বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে নির্বাচন হবে অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক, এবং ভোটার উপস্থিতি হবে ব্যাপক।
তিনি বলেন, লাখো তরুণ প্রথমবার ভোটাধিকার প্রয়োগ করবে, যারা গত ১৬ বছরের তিনটি ‘সাজানো’ নির্বাচনে ভোট দিতে পারেনি।
কেন আওয়ামী লীগ অংশ নিতে পারবে না
প্রধান উপদেষ্টা জানান, সন্ত্রাসবিরোধী আইনের আওতায় দলটির কার্যক্রম স্থগিত থাকায় আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, এবং নির্বাচন কমিশন দলটিকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর তালিকা থেকেও বাদ দিয়েছে।
বাণিজ্য ও গবেষণা সহযোগিতা বাড়ানোর পরিকল্পনা
বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্র চিহ্নিত হয়। প্রধান উপদেষ্টা জানান, বঙ্গোপসাগরে সামুদ্রিক গবেষণার জন্য বাংলাদেশ যুক্তরাজ্যের একটি গবেষণা জাহাজ ক্রয় করছে।
বিমান চলাচল খাতে নতুন উদ্যোগ
ব্রিটিশ মন্ত্রী চ্যাপম্যান বিমান চলাচল খাতে আরও দৃঢ় সম্পর্ক গড়ার আহ্বান জানান। তিনি জানান, এয়ারবাস ইন্টারন্যাশনালের প্রধান শিগগিরই বাংলাদেশ সফরে আসবেন।
বৈঠকে উপস্থিত ব্যক্তিরা
সভায় উপস্থিত ছিলেন—
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান
এসডিজি সমন্বয়কারী লামিয়া মরশেদ
বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক


