নির্বাচন কমিশনের (ইসি) সংরক্ষিত নির্বাচনী প্রতীকের তালিকায় নতুনভাবে যুক্ত হয়েছে ‘শাপলা কলি’। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) প্রকাশিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করেছে ইসি।
ইসির ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, নির্বাচন পরিচালনা বিধিমালা ২০০৮ সংশোধন করে এ নতুন প্রতীকটি অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রজ্ঞাপনে সংবিধানের ১৯৭২ সালের অনুচ্ছেদ ৯৪ অনুযায়ী কমিশন তার ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নেয়।
নতুন সংশোধনীতে বলা হয়েছে, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী অনুচ্ছেদ ২০-এর অধীন স্থগিত প্রতীক ব্যতীত তালিকাভুক্ত প্রতীকগুলো থেকে প্রাপ্যতা অনুযায়ী একটি প্রতীক বেছে নিতে পারবেন।
উল্লেখ্য, ‘শাপলা’ প্রতীক নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং নির্বাচন কমিশনের মধ্যে দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছিল। প্রতীকটি চেয়ে এনসিপি একাধিকবার ইসির কাছে চিঠি ও নমুনা প্রতীক পাঠায়।
সবশেষ ৭ অক্টোবর এনসিপি পুনরায় ‘শাপলা’ প্রতীকের প্রস্তাব দেয়, তবে ইসি জানায়, বিদ্যমান তালিকা থেকে বেছে নিতেই হবে প্রতীক। কমিশন জানায়, উত্তর না পেলে নিজেরাই সিদ্ধান্ত নেবে।
প্রতীক পছন্দের শেষ দিন ছিল ১৯ অক্টোবর। সেদিনও এনসিপি জানায়, তারা ‘শাপলা’ ছাড়া অন্য কিছু নেবে না। অবশেষে নির্বাচন কমিশন নিজের সিদ্ধান্তে প্রতীকের তালিকায় যুক্ত করেছে নতুন প্রতীক — ‘শাপলা কলি’।


