Wednesday, October 8, 2025
No menu items!
Homeজাতীয়নতুন দুই টিভির লাইসেন্স পেলেন এনসিপি ও নাগরিক কমিটির দুই নেতা

নতুন দুই টিভির লাইসেন্স পেলেন এনসিপি ও নাগরিক কমিটির দুই নেতা

টিভির লাইসেন্স পেলেন এনসিপি ও নাগরিক কমিটির দুই নেতা
নতুন করে অনুমোদন ‘নেক্সট টিভি’ ও ‘লাইভ টিভি’কে

অন্তর্বর্তী সরকার নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সম্প্রচারের অনুমোদন দিয়েছে। সম্প্রতি তথ্য মন্ত্রণালয় থেকে ‘নেক্সট টিভি’ ও ‘লাইভ টিভি’ নামে দুটি টিভির লাইসেন্স প্রদান করা হয়।

‘নেক্সট টিভি’ পেল এনসিপি নেতা তুহিনের প্রতিষ্ঠান

জানা গেছে, গত ২৪ জুন ‘নেক্সট টিভি’র অনুমোদন দেওয়া হয়। এটি ‘৩৬ মিডিয়া লিমিটেড’ নামের প্রতিষ্ঠানের নামে অনুমোদিত। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন।
প্রতিষ্ঠানটির অফিস পুরান ঢাকার গেন্ডারিয়ার করাতিটোলা লেন এলাকায় অবস্থিত।

আরিফুর রহমান তুহিনের কর্মজীবনের শুরু সাংবাদিকতা দিয়ে। তিনি এর আগে একটি ইংরেজি দৈনিকের স্টাফ রিপোর্টার ছিলেন।

লাইভ টিভি’র মালিক নাগরিক কমিটির আরিফুর রহমান

অন্যদিকে, ‘লাইভ টিভি’ অনুমোদন পেয়েছে গত ১৪ জুলাই। এর মালিক আরিফুর রহমানের প্রতিষ্ঠান ‘মিনার্ভা মিডিয়া লিমিটেড’, যার ঠিকানা গুলশান-১, সড়ক ১৪৩ নম্বর।

আরিফুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর) থেকে প্রায় ছয় বছর আগে স্নাতকোত্তর সম্পন্ন করেন। ছাত্রজীবনে তিনি একটি ইংরেজি দৈনিকের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ছিলেন।

জাতীয় নাগরিক কমিটির সদস্য থাকলেও পরবর্তীতে তিনি এনসিপিতে যোগ দেননি।

আরিফুরের আশা: “আগামী বছর সম্প্রচারে যাব”

চ্যানেল অনুমোদন প্রসঙ্গে জানতে চাইলে আরিফুর রহমান বলেন,

> “কাগজপত্র সংক্রান্ত আরও কিছু কাজ বাকি আছে। আশা করছি, আগামী বছর সম্প্রচারে যেতে পারব।”

বিনিয়োগের অর্থের উৎস প্রসঙ্গে তিনি জানান,

> “আমার সঙ্গে বিনিয়োগকারী রয়েছেন।”

নতুন আইপি টিভি লাইসেন্সও

এই দুই টেলিভিশনের পাশাপাশি একটি আইপি টিভি (ইন্টারনেট প্রটোকল টেলিভিশন)-এরও অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার।
অনুমোদন পাওয়া আইপি টিভির নাম ‘চেঞ্জ টিভি প্রেস’, যার প্রতিষ্ঠাতা সাংবাদিক আমিরুল মোমেনীন।

পূর্ববর্তী সরকারের সময়ে ২৮ টিভি চ্যানেলের অনুমোদন

তথ্য মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সাড়ে ১৫ বছরে ২৮টি টেলিভিশন লাইসেন্স দেওয়া হয়েছিল।
এসবের মালিকদের অধিকাংশই ছিলেন সরকার-ঘনিষ্ঠ ব্যবসায়ী, রাজনীতিক ও সাংবাদিক। বর্তমান অন্তর্বর্তী সরকারও একই প্রক্রিয়ায় নতুন দুটি টিভির অনুমোদন দিয়েছে।

নীতিমালা এখনো প্রণয়নের পর্যায়ে

নাম প্রকাশ না করার শর্তে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান,

> “আগের প্রথা অনুযায়ী নতুন টিভির অনুমোদন দেওয়া হয়েছে। তবে সুনির্দিষ্ট নীতিমালা তৈরির কাজ প্রক্রিয়াধীন।”

দেশে ৫০টি অনুমোদিত টিভি, সম্প্রচারে মাত্র ৩৬

বর্তমানে দেশে ৫০টি অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল রয়েছে।
এর মধ্যে ৩৬টি পূর্ণ সম্প্রচারে, আর ১৪টি সম্প্রচারের অপেক্ষায় আছে।
এ ছাড়া অনুমোদিত আইপি টিভি রয়েছে ১৫টি, এবং আরও কয়েকটি আবেদন অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

সংক্ষিপ্ত সার:
অন্তর্বর্তী সরকার নতুন দুটি টেলিভিশন চ্যানেল—‘নেক্সট টিভি’ ও ‘লাইভ টিভি’—এর অনুমোদন দিয়েছে। দুটি প্রতিষ্ঠান পরিচালনায় রয়েছেন এনসিপি ও নাগরিক কমিটির দুই নেতা। নতুন আইপি টিভি ‘চেঞ্জ টিভি প্রেস’-এরও অনুমোদন দেওয়া হয়েছে। দেশে বর্তমানে অনুমোদিত টিভি চ্যানেলের সংখ্যা দাঁড়িয়েছে ৫০।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments