Tuesday, October 14, 2025
No menu items!
Homeজাতীয়সুনামগঞ্জ-২ আসনে রোজা-পূজা বিতর্কে রাজনীতির নতুন সমীকরণ

সুনামগঞ্জ-২ আসনে রোজা-পূজা বিতর্কে রাজনীতির নতুন সমীকরণ

শিশির মনিরের বক্তব্যে দিরাই-শাল্লায় তীব্র প্রতিক্রিয়া, বিএনপি-জামায়াতেও মতভেদ

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের রাজনীতি হঠাৎই উত্তপ্ত হয়ে উঠেছে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট শিশির মনিরের বক্তব্য ঘিরে। দুর্গাপূজার শুভেচ্ছা জানাতে গিয়ে দেওয়া তার এক মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

কেউ বলছেন, শিশির মনির ধর্মীয় সম্প্রীতির বার্তা দিয়েছেন; আবার কেউ একে বলছেন ইসলামবিরোধী মন্তব্য। স্থানীয় রাজনৈতিক মহলে এই ঘটনাকে ঘিরে নতুন সমীকরণ তৈরি হয়েছে। বিশেষ করে বিএনপি ও জামায়াতের স্থানীয় পর্যায়ে সূক্ষ্ম মতভেদ দেখা দিয়েছে।

“রোজা-পূজা মিলেই বাংলাদেশ”

গত সপ্তাহে সিলেট নগরের হাওলাদারপাড়ায় ভাটি বাংলা পূজামণ্ডপে নবমী পূজার দিন শিশির মনির পূজার্থীদের উদ্দেশে বলেন,

“আমরা একই মুদ্রার এপিঠ-ওপিঠ। একপিঠে আছে শাপলা, ওপিঠে আনারস। একদিকে রোজা, আরেকদিকে পূজা। রোজা-পূজা মিলেই বাংলাদেশ, মিলেই ভাটি বাংলা।”

তার এই বক্তব্য ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় পক্ষে-বিপক্ষে তর্ক-বিতর্ক। কেউ একে ধর্মীয় সহনশীলতার উদাহরণ হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন—রোজার ফরজ বিধানকে হালকাভাবে উপস্থাপন করে তিনি ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছেন।

দিরাইয়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

শনিবার দিরাই উপজেলা সদরে ‘দিরাইয়ের সর্বস্তরের জনতা’ ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও জমিয়তে উলামায়ে ইসলামের স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।

বক্তারা অভিযোগ করেন, একজন মুসলমান ও আইনজীবী হিসেবে শিশির মনিরের এমন বক্তব্য গ্রহণযোগ্য নয়। তারা বলেন, পূজার মঞ্চে তিনি ধর্মীয় মূল্যবোধকে উপহাস করেছেন এবং ইসলামবিরোধী অবস্থান নিয়েছেন।

সমাবেশে বক্তব্য রাখেন—দিরাই উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা মহিউদ্দিন কাসেমী, সাধারণ সম্পাদক মাওলানা মুখতার হোসেন চৌধুরী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অশোক কুমার তালুকদার, উপজেলা বিএনপির সদস্য সুমন মিয়া ও পৌর বিএনপির সদস্য কয়সর ইসলাম প্রমুখ।

“রাজনৈতিকভাবে বিভ্রান্তিকর”

সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট মাসুক আলম বলেন,

“একজন রাজনৈতিক প্রার্থী হিসেবে শিশির মনিরের এমন বক্তব্য অযৌক্তিক ও বিভ্রান্তিকর। এতে সাধারণ মানুষের মধ্যে ভুল বার্তা ছড়াচ্ছে।”

জামায়াতের পাল্টা ব্যাখ্যা

অন্যদিকে, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এডভোকেট শামছ উদ্দিন আহমদ ভিন্নমত পোষণ করে বলেন,

“শিশির মনিরের বক্তব্যে কোনো ধর্মের অবমাননা হয়নি। বরং তিনি সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়েছেন, যা ভাটি বাংলার সংস্কৃতিরই প্রতিফলন।”

নির্বাচনের আগে নতুন রাজনৈতিক চাল

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে এই বিতর্ক বড় রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে। বিএনপি ও জামায়াতের মধ্যে সম্পর্কেও এই ঘটনার প্রভাব পড়তে পারে বলে মনে করছেন অনেকেই।

শিশির মনিরের ব্যাখ্যা

ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় এডভোকেট শিশির মনির বলেন,

“সবাই মত প্রকাশের স্বাধীনতা রাখে। যারা বিক্ষোভ করেছেন, তাদের ধন্যবাদ জানাই। আমি চাই আমরা মতপার্থক্য ভুলে দিরাই-শাল্লার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করি।”

তিনি আরও বলেন,

“আমি সব ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধাশীল। আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা কেউ যেন না দেন। আমি কেবলই সম্প্রীতির বার্তা দিতে চেয়েছি।”

সম্প্রীতি নাকি কৌশল—প্রশ্ন দিরাই-শাল্লায়

ভাটি বাংলার মানুষ বরাবরই ধর্মীয় সম্প্রীতির জন্য পরিচিত। তবে এবার রোজা-পূজা বিতর্ক স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে। এখন দিরাই-শাল্লার জনমনে একটাই প্রশ্ন—এই বক্তব্য শিশির মনিরকে ভোটের মাঠে এগিয়ে দেবে, নাকি পিছিয়ে দেবে?

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments