Friday, September 26, 2025
No menu items!
Homeজাতীয়হারানো জাতীয় পরিচয়পত্র তুলতে আর জিডি প্রয়োজন নেই

হারানো জাতীয় পরিচয়পত্র তুলতে আর জিডি প্রয়োজন নেই

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হারিয়ে গেলে আর সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে না। নাগরিকদের ভোগান্তি কমাতে জিডি করার এই নিয়ম বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশনের চূড়ান্ত অনুমোদন

বৃহস্পতিবার ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নাগরিক সেবায় নতুন উদ্যোগ

ইসির পক্ষ থেকে জানানো হয়েছে, জিডি না করার সিদ্ধান্তে নাগরিকরা দ্রুত এনআইডি সেবা পাবেন এবং ভোগান্তি কমবে।

এনআইডি সেবা সহজ করার পরিকল্পনা

হুমায়ুন কবীর বলেন, “এনআইডি সেবা কীভাবে আরও সহজ করা যায় তা নিয়েও আমাদের পরিকল্পনা রয়েছে।”

ঝুলে থাকা ৯.৫ লাখ আবেদন নিষ্পত্তি

গত এক বছরে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে জমে থাকা প্রায় সাড়ে নয় লাখ এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি করেছে নির্বাচন কমিশন।

ভোটার সংখ্যা ১২ কোটির বেশি

সর্বশেষ ভোটার তালিকা অনুযায়ী, দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জন। এর মধ্যে—

পুরুষ ভোটার: ৬ কোটি ৪১ লাখ ৪৫৫ জন নারী ভোটার: ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন হিজড়া ভোটার: ১ হাজার ২৩০ জন

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments