Friday, September 26, 2025
No menu items!
Homeজাতীয়বিদেশ গেলে আর ফিরবেন না আশঙ্কা, কাদের দম্পতির দেশত্যাগ স্থগিত

বিদেশ গেলে আর ফিরবেন না আশঙ্কা, কাদের দম্পতির দেশত্যাগ স্থগিত

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক বিরোধী দলীয় নেতা জি এম কাদের এবং তার স্ত্রী শেরীফা কাদেরের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ঢাকার ভারপ্রাপ্ত মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক ইব্রাহিম মিয়া এ আদেশ দেন।

আদালত সূত্র জানায়, দুর্নীতি দমন কমিশন (দুদক) তাদের বিদেশযাত্রা বন্ধে আবেদন করলে আদালত এ সিদ্ধান্ত দেন। দুদকের আবেদনে উল্লেখ করা হয়, জি এম কাদের ও তার স্ত্রী ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদের মালিক হয়েছেন বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগেও তাদের বিরুদ্ধে তদন্ত চলছে।

দুদকের আবেদনে আরও বলা হয়, তারা যদি বিদেশে যেতে পারেন, তবে ফেরার সম্ভাবনা ক্ষীণ। ফলে তদন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন করার স্বার্থে তাদের দেশত্যাগ বন্ধ করা প্রয়োজন। আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পর দুদকের আবেদনের পক্ষে আদেশ দেন।

এই আদেশের ফলে আপাতত জাতীয় পার্টির চেয়ারম্যান ও তার স্ত্রী দেশের বাইরে যেতে পারবেন না। দুর্নীতি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের বিদেশযাত্রা স্থগিত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments