Friday, September 26, 2025
No menu items!
Homeজাতীয়নির্বাচনের আগে পুলিশের বড় চমক: দুই হাজার নতুন এএসআই

নির্বাচনের আগে পুলিশের বড় চমক: দুই হাজার নতুন এএসআই

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও শক্তিশালী করতে যাচ্ছে সরকার। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম জানিয়েছেন, খুব শিগগিরই দুই হাজার এএসআই নিয়োগ দেয়া হবে। পাশাপাশি আরও দুই হাজার পুলিশ সদস্যকে পদোন্নতি দিয়ে এএসআই করা হবে।

সচিবালয়ে আইজিপির ঘোষণা

বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইজিপি এ তথ্য জানান। তিনি বলেন, “নির্বাচন সামনে রেখে পুলিশকে আরও সক্ষম ও প্রস্তুত করা হচ্ছে।”

জনপ্রশাসন সচিবের হুঁশিয়ারি: নিরপেক্ষ না হলে ব্যবস্থা

এসময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান বলেন, “আগামী নির্বাচনকে রোল মডেল হিসেবে করতে চাই সরকার। এ লক্ষ্যে মাঠ প্রশাসনকে ইতোমধ্যেই নির্দেশনা দেয়া হয়েছে।”
তিনি আরও স্পষ্ট করে বলেন, “যদি কেউ পক্ষপাতিত্ব করে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।”

পদায়ন হবে যোগ্যতার ভিত্তিতে, লটারিতে নয়

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিনিয়র সচিব বলেন, ডিসি ও ইউএনও পদায়ন লটারির মাধ্যমে করা হবে না। অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতেই দায়িত্ব বণ্টন করা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments