নির্বাচন কমিশন (ইসি) বিতর্কিত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী নির্বাহী ম্যাজিস্ট্রেটদের তালিকা প্রস্তুত করছে। ২০১৪ (দশম), ২০১৮ (একাদশ) এবং ২০২৪ (দ্বাদশ) জাতীয় নির্বাচনে দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেটদের তথ্য চেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এই প্রেক্ষিতে ইসি সচিবালয় তথ্য সংগ্রহে নেমেছে।
সাধারণত জাতীয় নির্বাচনে ৩০০ আসনে আচরণবিধি তদারকি এবং ভোটের দিন নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় দেড় সহস্রাধিক নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকেন। প্রয়োজন অনুযায়ী বিচারিক ম্যাজিস্ট্রেটও যুক্ত হন।
এই তথ্য সংগ্রহে মাঠ প্রশাসনকে যুক্ত করতে ইসি থেকে উপসচিব মনির হোসেন স্বাক্ষরিত একটি চিঠি গত বুধবার দেশের সব জেলা প্রশাসক এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনারদের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে তিনটি নির্বাচনে দায়িত্ব পালনকারী ম্যাজিস্ট্রেটদের নাম, ঠিকানা, জাতীয় পরিচয়পত্র নম্বর, পাসপোর্ট নম্বর ও মোবাইল নম্বরসহ প্রয়োজনীয় সব তথ্য পাঠাতে বলা হয়েছে।
এর আগে, গত ২৪ জুলাই পিবিআই ইসির কাছে এই সংক্রান্ত তথ্য চায়। আরও আগে, ৩ জুলাই পিবিআই রিটার্নিং অফিসার, প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার এবং পোলিং অফিসারদের তথ্য চেয়েছিল।
ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, “পিবিআইয়ের অনুরোধ অনুযায়ী তথ্য দেওয়ার প্রক্রিয়া চলছে।”
প্রসঙ্গত, বিএনপি গত ২২ জুন একটি মামলা করে। তাদের অভিযোগ, ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে ইসি তাদের সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালন না করে, বরং ভয়ভীতি প্রদর্শন করে নির্বাচন সম্পন্ন করেছে—যেখানে জনগণের প্রকৃত ভোটাধিকার ছিল না।