Tuesday, August 12, 2025
No menu items!
Homeজাতীয়নির্বাচনের সময়সূচি ঘোষণা হতে পারে এ সপ্তাহেই, ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

নির্বাচনের সময়সূচি ঘোষণা হতে পারে এ সপ্তাহেই, ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস চলতি সপ্তাহেই জাতির উদ্দেশে টেলিভিশনে ভাষণ দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি ঘোষণা করতে পারেন। সম্ভাব্য তারিখ হিসেবে ৫ আগস্ট অথবা ৮ আগস্ট বিবেচনায় রয়েছে বলে জানিয়েছে একাধিক সরকারি সূত্র।

সূত্রগুলোর মতে, ভাষণের নির্দিষ্ট দিন ও সময় এখনো চূড়ান্ত হয়নি। তবে ৫ আগস্টের দিকেই ইঙ্গিত বেশি, যেহেতু ওই দিন ছাত্র-জনতার গণআন্দোলনে শেখ হাসিনার সরকারের পতন ঘটে। অপরদিকে, ৮ আগস্ট ছিল ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের যাত্রা শুরুর দিন। তবে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকার গঠনের তারিখকে অতটা গুরুত্ব দিতে চান না বলেই ভাষণ ৫ আগস্টেই দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এছাড়া শনিবার সরকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৫ আগস্ট বিকাল ৫টায় ‘জুলাই ঘোষণাপত্র’ জনসমক্ষে প্রকাশ করা হবে।

ভাষণের মধ্য দিয়ে প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণার অনুরোধ জানাবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট এক কর্মকর্তা।

উল্লেখ্য, গত ২৬ জুলাই রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে ড. ইউনূস জানিয়েছিলেন, নির্বাচনের নির্ধারিত সময় খুব শিগগিরই জানানো হবে। বৈঠক শেষে জাতীয় পার্টি (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেছিলেন, “প্রধান উপদেষ্টা স্পষ্ট করে বলেছেন, চার-পাঁচ দিনের মধ্যেই তিনি সময়সূচি ঘোষণা করবেন।”

এ ছাড়া ড. ইউনূস এর আগেও নির্বাচনকাল নিয়ে ইঙ্গিত দিয়েছেন। ৯ জুলাই আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে তিনি বলেন, ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি শেষ করতে হবে, আর নির্বাচন ফেব্রুয়ারি বা এপ্রিলের মধ্যে অনুষ্ঠিত হতে পারে। তারও আগে ১৩ জুন লন্ডনে বিএনপি নেতা তারেক রহমানের সঙ্গে এক অনানুষ্ঠানিক বৈঠকে তিনি জানান, নির্বাচন ২০২৬ সালের রমজানের আগেই অনুষ্ঠিত হবে। ফলে ফেব্রুয়ারির প্রথমার্ধেই ভোটগ্রহণের সম্ভাবনা জোরালো হয়ে উঠেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments