Tuesday, August 12, 2025
No menu items!
Homeজাতীয়আওয়ামী লীগ কোনো অপকর্ম করলে ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

আওয়ামী লীগ কোনো অপকর্ম করলে ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী স্পষ্টভাবে জানিয়েছেন, যদি আওয়ামী লীগ কোনো অপকর্মে জড়ায়, তাহলে তারা কোনোভাবেই ছাড় পাবে না।

শনিবার (২ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুর থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

৫ আগস্টকে কেন্দ্র করে দেশে কোনো অস্থিরতা তৈরি হতে পারে কিনা—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আল্লাহ চাইলে কোনো শঙ্কা নেই। আপনারা যেভাবে সহযোগিতা করে যাচ্ছেন, তাতে কোনো অশান্তির আশঙ্কা দেখছি না।”

আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা ও গুপ্ত কার্যকলাপ প্রসঙ্গে তিনি বলেন, “তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। যদি তারা কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত হয়, তাহলে তাদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কেউই ছাড় পাবে না।”

গোপনে কোনো প্রশিক্ষণ চালানোর অভিযোগ বিষয়ে তিনি বলেন, “এটি একটি তদন্তসাপেক্ষ বিষয়। তদন্তেই সবকিছু পরিষ্কার হয়ে যাবে।”

সাংবাদিকদের উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আপনারা সত্য তথ্য তুলে ধরুন। সত্য প্রচারের মাধ্যমেই জনগণ উপকৃত হয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটে।”

তিনি আরও যোগ করেন, “সাংবাদিকরা সত্য প্রচার করায় দেশ এগিয়ে যাচ্ছে। বিদেশি গণমাধ্যমগুলোও এখন আগের মতো সক্রিয়ভাবে সমালোচনা করতে পারছে না, কারণ দেশের বাস্তব চিত্র পরিষ্কারভাবে তুলে ধরা হচ্ছে।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments