জাতীয় সংসদ নির্বাচনের তারিখ খুব শিগগিরই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। সম্মেলনের বিষয় ছিল রাজনৈতিক সংস্কার ও সমসাময়িক প্রেক্ষাপট।
ভোটাধিকার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “গত তিন-চারটি নির্বাচনে অনেকেই ভোট দিতে পারেননি, কিন্তু এবার সবাই ভোট দিতে পারবেন। ভোট দেওয়ার অধিকার সবার আছে— এবং সেটা নিশ্চিত করা হবে।”
জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে সরকার কী উদ্যোগ নিচ্ছে— এমন প্রশ্নে ড. আসিফ নজরুল বলেন, “আমরা এমন কোনো উদ্যোগ নেইনি, যা নেওয়া হয়নি। ব্যক্তিগতভাবে আমার অভিজ্ঞতা হচ্ছে— যখন ক্লাসে যেতাম, ছাত্রদের জিজ্ঞেস করতাম কে কে ভোট দিয়েছেন। বেশিরভাগই বলত— দেয়নি, কেউ কেউ রসিকতা করে বলত— ১০-১২ বার ভোট দিয়েছি! সেই দুঃখ এবার ঘুচবে।”
তিনি আরও বলেন, “আমরা ১৮ বছর ধরে ভোট দিতে পারিনি— এবার সেই অধিকার ফিরিয়ে দেওয়ার লক্ষ্যেই আমাদের প্রস্তুতি।”
নির্বাচনের তারিখ কবে ঘোষণা হবে— জানতে চাইলে উপদেষ্টা বলেন, “আর কয়েকটা দিন অপেক্ষা করুন। খুব দ্রুতই তারিখ ঘোষণা করা হবে।”
২০০৮ সালের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনের প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, “সেই নির্বাচন নিয়ে অনেকেই প্রশ্ন তোলে না, কিন্তু আমি দ্বিমত পোষণ করি। ২০০৮ সালের নির্বাচনেও প্রশ্ন তোলার যথেষ্ট জায়গা আছে। সাংবাদিকরা যদি ভালোভাবে অনুসন্ধান করেন, অনেক ভয়াবহ তথ্য পেতে পারেন সে নির্বাচন নিয়ে।”
তিনি আরও জানান, নির্বাচন পরিচালনার দায়িত্ব নির্বাচন কমিশনের হলেও সরকারের দায়িত্ব হচ্ছে নীতি ও সদিচ্ছা নিশ্চিত করা। এই প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের সরকারের লক্ষ্য— বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গ্রহণযোগ্য ও সেরা নির্বাচন উপহার দেওয়া। এটা আমাদের প্রধান উপদেষ্টারও বারবার নির্দেশনা।”
উপদেষ্টার বক্তব্যে স্পষ্ট— সরকার চাইছে একটি গ্রহণযোগ্য নির্বাচন, যেখানে জনগণ সত্যিকার অর্থে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।