বিএনপি ও জামায়াত ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে দেশে পুনরায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার পক্ষে অবস্থান নিয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।
সোমবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, “সকল রাজনৈতিক দলের কাছে জুলাই সনদের একটি খসড়া তুলে দেওয়া হয়েছে। এই সনদ গ্রহণের পর এর সুপারিশগুলো দুই বছরের মধ্যে বাস্তবায়ন করা হবে।”
আলোচনার অগ্রগতি প্রসঙ্গে ড. রীয়াজ জানান, “যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য গড়ে উঠবে, সেগুলোই জুলাই সনদে অন্তর্ভুক্ত করা হবে।”