Thursday, May 29, 2025
No menu items!
Homeজাতীয়গেজেটের মেয়াদ শেষ, শপথ নিতে পারলেন না ইশরাক

গেজেটের মেয়াদ শেষ, শপথ নিতে পারলেন না ইশরাক

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনে ট্রাইব্যুনালে জয় পেলেও শপথ নিতে পারলেন না বিএনপি-সমর্থিত প্রার্থী ইশরাক হোসেন। নির্বাচন কমিশনের (ইসি) গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে শপথ না নিলে তা বাতিল বলে গণ্য হয়— আইনের এই বাধ্যবাধকতার সময়সীমা শেষ হয়েছে সোমবার (২৬ মে) বিকেল ৪টায়।

শেষ দিনে শপথ গ্রহণের জন্য আপ্রাণ চেষ্টা চালায় ইশরাকের পক্ষ। তাদের দাবি, উচ্চ আদালতের নির্দেশ বাস্তবায়নের জন্য তারা আইন মন্ত্রণালয়ের মতামতের অপেক্ষায় ছিলেন। তবে নির্ধারিত সময়ের মধ্যেও মন্ত্রণালয় কোনো মতামত না দেওয়ায় শপথ অনুষ্ঠান সম্ভব হয়নি।

এ নিয়ে ইশরাক বলেন, “সরকার রাজনৈতিক উদ্দেশ্যে আমাকে শপথ নিতে দেয়নি। এটি আদালত অবমাননার শামিল। আমরা উচ্চ আদালতে গিয়ে আইনি লড়াই চালিয়ে যাব।”

রিটকারী পক্ষও জানায়, তারা হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে যাবেন। ইশরাকের আইনজীবী মাহবুব উদ্দিন খোকন জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয়কে তারা লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন এবং পরবর্তী পদক্ষেপ নিচ্ছেন।

ঘটনাটি রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ইশরাকের দল ও সমর্থকরা বলছেন, এটি ‘অদৃশ্য চাপ ও প্রভাবের খেলা’, যার মাধ্যমে তাকে শপথ থেকে বিরত রাখা হয়েছে।

শেষ মুহূর্তে কিছুটা আশাবাদ দেখা গেলেও আইন মন্ত্রণালয়ের নিরব ভূমিকার কারণে ইশরাকের শপথ গ্রহণের প্রক্রিয়া থেমে যায়। এখন প্রশ্ন উঠছে—এই জটিল লড়াইয়ে আদতে জিতলো কে?

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments