গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানিয়েছেন, প্রধান উপদেষ্টা ড. ইউনূস দায়িত্ব শেষ করার আগেই পদত্যাগ করতে চাইলে, গণঅধিকার পরিষদ তা মেনে নেবে না।
শুক্রবার (২৩ মে) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে যুব অধিকার পরিষদের আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
সমাবেশটি মূলত আয়োজিত হয়েছিল ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম, এবং ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক মোহাম্মদ এজাজের পদত্যাগের দাবিতে।
রাশেদ খান বলেন, “সরকার যদি নিরপেক্ষতা নিশ্চিত করতে চায়, তাহলে বিতর্কিত ব্যক্তিদের অপসারণ করতে হবে। আমরা মনে করি, ড. ইউনূস এখন দায়িত্বশীল ভূমিকা পালন করছেন এবং তার পদত্যাগ চাওয়া হলে তা হতে দেয়া যাবে না।”
তিনি আরও বলেন, “আগামী সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করে ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন সম্পন্ন করতে হবে। এর বাইরে গিয়ে কোনো দীর্ঘসূত্রতা মেনে নেওয়া হবে না।”
জাতীয় নির্বাচনের আগে কিংবা পরে একটি জাতীয় সরকার গঠনের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে তিনি বলেন, “এই রাষ্ট্রকে জনগণের কল্যাণে রূপান্তর করতে হলে দলমত নির্বিশেষে জাতীয় সরকারই একমাত্র সমাধান।”
রাশেদ খান জানান, সরকার যদি আলোচনায় না বসে, তবুও গণঅধিকার পরিষদ সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করার চেষ্টা চালিয়ে যাবে।