ডিসেম্বরে নির্বাচন হতে পারে, তবে ২০২৬-এর জুনের পর নয়: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, জাতীয় নির্বাচন চলতি বছরের ডিসেম্বরেই অনুষ্ঠিত হতে পারে। তবে নির্বাচন ২০২৬ সালের জুনের পর কোনোভাবেই যাবে না বলে তিনি স্পষ্ট করেছেন। নির্বাচনে তিনি নিজে অংশ নেবেন না—এটিও নিশ্চিত করেন তিনি।
বৃহস্পতিবার (১৫ মে) দ্য ইকোনমিস্ট-এ প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

ড. ইউনূস বলেন, অন্তর্বর্তীকালীন সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও ব্যাংক খাতের স্থিতিশীলতা ধরে রাখতে সক্ষম হয়েছে, যদিও অর্থনৈতিক প্রবৃদ্ধি এখনো দুর্বল। পাশাপাশি রাজনৈতিক অস্থিরতা কাটেনি—বিপ্লবের ৯ মাস পরও কাঙ্ক্ষিত পরিবর্তন এখনো চ্যালেঞ্জের মুখে।

তিনি আরও জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমন্বয়ে ‘ঐকমত্য কমিশন’ জুলাই মাসে একটি ‘জুলাই সনদ’ প্রকাশ করবে। এই সনদ নির্বাচনের পথ সুগম করবে এবং ‘নতুন বাংলাদেশ’ গঠনে ভিত্তি রাখবে। তবে সব দলের ঐকমত্যে পৌঁছানো সহজ নয়। কোন কোন কমিশন থাকা উচিত, তা নিয়েও রাজনৈতিক দল ও জনগণের মধ্যে মতভেদ রয়েছে।

কারও মতে, দেশের অর্থনীতির মূলভিত্তি তৈরি পোশাক খাত নিয়ে একটি আলাদা কমিশন প্রয়োজন ছিল। কেউ কেউ অভিযোগ করছেন, শিক্ষা খাত উপেক্ষিত হয়েছে। সবচেয়ে বেশি বিতর্ক তৈরি হয়েছে নারী সংস্কার কমিশন নিয়ে। ইসলামপন্থী দলগুলোর দাবি, এই কমিশন ইসলামী উত্তরাধিকার আইনে পরিবর্তনের সুপারিশ করে নারীদের অধিক অধিকার দেওয়ার কথা বলায় তারা ব্যাপক বিক্ষোভে নেমেছে।

আওয়ামী লীগের বিষয়ে প্রশ্ন করা হলে ড. ইউনূস বলেন, ১২ মে নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত করেছে। ফলে দলটি আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here