বাংলাদেশ আওয়ামী লীগ ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধের পর এবার দলটির অনলাইন প্ল্যাটফর্মগুলো বন্ধে পদক্ষেপ নিয়েছে সরকার। এ লক্ষ্যে আওয়ামী লীগের ওয়েবসাইট, ফেসবুক, ইউটিউব, টিকটক, টেলিগ্রাম ও এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট ‘ব্লক’ করার নির্দেশনা দিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) চিঠি দিয়েছে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি।
বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি-বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি জানান, সোমবার (১৩ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে আওয়ামী লীগ ও এর সকল অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয়। এর পরিপ্রেক্ষিতেই ১৪ মে বিটিআরসিকে চিঠি দেওয়া হয়।
ফয়েজ আহমদ তৈয়্যব আরও জানান, বিটিআরসি সরকারের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মগুলোকে চিঠি পাঠাবে। এরপর সেই প্ল্যাটফর্মগুলো বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
উল্লেখ্য, সরকারী প্রজ্ঞাপনে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির যেকোনো ধরনের প্রচার-প্রচারণা, মিছিল, সভা-সমাবেশ, সম্মেলন ও অনলাইন কার্যক্রম নিষিদ্ধ থাকবে।
প্রজ্ঞাপনের আলোকে এখন দলটির ডিজিটাল উপস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার পদক্ষেপ নিচ্ছে বলে জানা গেছে।
Leave a Reply