আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে আজ শুক্রবার (৯ মে) জুমার নামাজের পর বড় সমাবেশের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সমাবেশ উপলক্ষে রাজধানীর যমুনা ফিউচার পার্কের প্রধান উপদেষ্টার বাসভবনের পূর্ব পাশে অবস্থিত ফোয়ারা চত্বরে ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চ তৈরি করছে দলটি।
শুক্রবার সকাল ১০টার দিকে দেখা যায়, পাঁচটি ট্রাক পাশাপাশি দাঁড় করিয়ে তাতে সামিয়ানা টানিয়ে মঞ্চ নির্মাণের কাজ করছেন শ্রমিকরা।
এদিকে, নাগরিক পার্টির কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থান নিয়েছে। হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে কাকরাইল মসজিদের দিকের সড়ক পর্যন্ত পুলিশ ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।
এর আগে, বৃহস্পতিবার রাত থেকেই যমুনার সামনে আওয়ামী লীগ বিরোধী স্লোগান ও বিক্ষোভ চালিয়ে যাচ্ছে এনসিপি। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে দলটির নেতাকর্মীরা যমুনার প্রধান ফটকের সামনে জড়ো হয়ে আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন।
দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জানান, “বাদ জুমা যমুনার পূর্ব পাশে ফোয়ারার সামনে বিশাল জনসমাবেশ হবে। আমরা সব দল-মতের মানুষকে এই কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানাই।”
সকালবেলার চলমান বিক্ষোভ থেকে তিনি বলেন, “সার্ক ফোয়ারা এলাকায় মঞ্চ তৈরির কাজ চলছে। আজ বাদ জুমা সেখানে জনসমুদ্র হবে। আজ বোঝা যাবে, দেশের মানুষ আওয়ামী লীগ নিষিদ্ধ দেখতে চায়।”
পরে যমুনার সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমাবেশের উদ্দেশ্য ও বিস্তারিত তুলে ধরেন হাসনাত আবদুল্লাহ।
Leave a Reply