1. jashoretimesbd@gmail.com : admin :
  2. contact@thejashoretimes.com : যশোর টাইমস ডেস্ক : যশোর টাইমস ডেস্ক
শনিবার, ০৩ মে ২০২৫, ০২:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
৫ মে ডা. জুবাইদা রহমানকে সাথে নিয়ে দেশে ফিরবেন খালেদা জিয়া নর্থ সাউথে ভর্তি পরীক্ষা: উত্তীর্ণ ৯ জনের মধ্যে পঞ্চম উপদেষ্টা আসিফ ‘ঘিরে ফেলা হচ্ছে চিকেন’স নেক’—উদ্বিগ্ন ভারত! অভিনেতা সিদ্দিককে পিটিয়ে থানায় দিলো ছাত্রদল বাংলাদেশে তাঁবু গেড়েছে লক্ষাধিক রোহিঙ্গা, আশ্রয় দেওয়ার অনুরোধ জাতিসংঘের শয়তানের ধোঁকায় পড়ে কথা বলেছি: ধরা পড়ার পর জামায়াতের সাবেক সভাপতি গাজায় ‘লাইভ স্ট্রিমিং’ করে গণহত্যা ইসরাইলি বাহিনীরঃ অ্যামনেস্টি ১৩০ পারমাণবিক অস্ত্র সাজানোর জন্য নয়, ভারতের দিকে তাক করা: পাকিস্তানের রেলমন্ত্রী যশোরে চুরির ঘটনায় জড়িত প্রতারক চক্রের ০৫ সদস্য গ্রেফতার পাক-ভারত উত্তেজনা কমাতে ইরানের প্রস্তাবকে স্বাগত জানালেন শেহবাজ শরিফ

জুলাইয়ে সেনাবাহিনীকে ‘বিদ্রোহ’ করতে বলেছিলেন সাবেক কর্মকর্তারা

  • আপডেটের সময়ঃ বুধবার, ২৬ মার্চ, ২০২৫
ফাইল ফটো

জুলাই আন্দোলনের সময় সাবেক কর্মকর্তারা সেনাবাহিনীকে বিদ্রোহের আহ্বান জানিয়েছিলেন বলে জানান নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। এরপর তারা আর জনতার দিকে রাইফেল তাক করেনি বলে জানান তিনি। 

মঙ্গলবার বিকেলে রাজধানীতে জুলাই শহীদদের পরিবারের সম্মানে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন তিনি। অনুষ্ঠানে ২০টি শহীদ পরিবারকে ঈদ উপহার তুলে দেওয়া হয়। 

গত বছরের ৫ আগস্টে শেখ হাসিনার পতনের পরও যাত্রাবাড়ী আর সাভারে আন্দোলনকারীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর গুলি চলে। তবে রাজধানীতে সেসময় সেনা সদস্যদের ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করে সাধারণ মানুষ। এর ঠিক একদিন আগে মিরপুরে, আন্দোলনে গুলি চালানোর বিরুদ্ধে মিছিল করেন সাবেক সেনা কর্মকর্তারা।

নৌ পরিবহন উপদেষ্টা জানান, সাবেকদের অনুরোধেই হত্যাযজ্ঞ থেকে বিরত ছিল সেনারা। 

এম সাখাওয়াত হোসেন বলেন, ‘একটা ভীত পরিবেশের মধ্যে ছিলাম। কারণ যদি আর দুদিন সময় পেত তাহলে হয়ত আমাদেরকেও উঠিয়ে নিয়ে যেত। কারণ আমরা সেনাবাহিনীকে সরাসরি বিদ্রোহ করতে বলেছিলাম। আল্লাহর রহমত এর পর থেকেই কিন্তু সেনাবাহিনী আর কারও ওপর রাইফেল উঁচু করেনি। এমনকি আমি দেখেছি ছাত্ররা ঠিক তার পরেপরে ট্যাঙ্কেও চড়েছে।’

অভ্যুত্থানে শহীদ অনেকের পরিবার আর আহতরা, আমলাতান্ত্রিক জটিলতায় এখনও সহায়তা পাননি বলে উল্লেখ করেন বিশিষ্টজনেরা।

সমাজকর্মী ড. শহিদুল আলম বলেন, ‘যে মানুষের রক্তের ওপর হেঁটে আমরা এই জায়গায় এসেছি সেই মানুষগুলিকে এই আমলাতান্ত্রিক জটিলতা বুঝিয়ে তাদেরকে বাদ রেখে আমরা চলে যাচ্ছি এবং বিভিন্নভাবে অজুহাত দিচ্ছি, এটা হবে ওটা হবে। একটা বিপ্লব যেমন হয়েছে, আরেকটা বিপ্লব সামনে আছে। কারণ এতকিছুর পরেও যদি আমার দেশ আগের জায়গায় আটকে যায় তাহলে আমরা সত্যিকার অর্থে ব্যর্থ হয়েছি।’ 

শহীদ সন্তানদের ছাড়া প্রথম ঈদ করতে যাচ্ছে পরিবারগুলো। এ নিয়ে আক্ষেপ তুলে ধরেন স্বজনরা।

শহীদ মনিরুল ইসলাম হৃদয়ের বাবা বলেন, ‘এই বছর আমি ঘরে একদিনও ঘরে ইফতার করিনি। ঘরে গেলে আমি আর বসে থাকতে পারি না। আমি আর ইফতার করতে পারি না। তার স্মৃতিগুলো আমার সামনে চলে আসে।’ 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া, সুইডেন, ফিলিস্তিন ও পাকিস্তানের কূটনীতিকরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© ২০২৫ | যশোর টাইমস কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
Theme Customized By BreakingNews