গাজাভূখণ্ডে নৃশংসতার প্রতিবাদে যশোরে সাংস্কৃতিক সংগঠন সমূহের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

ফিলিস্তিনে যুদ্ধ বিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর বর্বোরচিত বিমান হামলার প্রতিবাদে যশোরে উদীচী এবং অন্যান্য সাংস্কৃতিক সংগঠন সমুহের আয়োজনে মানববন্ধ ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। প্রেসক্লাব যশোরের সমানে শনিবার (২২ মার্চ) সকালে এ পৃথক আয়োজন হয়।

সকাল ১১ টায় যশোর উদীচীর সভাপতি অ্যাডভোকেট আমিনুর রহমান হিরুর সভাপতিত্বে মানব বন্ধনে বক্তব্য রাখেন বাম গণতান্ত্রিক জোট যশোর জেলার সমন্বয়ক ও বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা জিল্লুর রহমান ভিটু,সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু , উদীচীর উপদেষ্টা খন্দকার আজিজুল ইসলাম মনি, সহ সভাপতি রাজিবুল ইসলাম টিলনসহ অন্যরা। আয়োজনে শ্রমিক নেতা মাহবুবুর রহমান মজনু, উদীর সাধারন সম্পাদক সাজ্জাদুর রহমান বিপ্লব ,সাংগঠনিক সম্পাদক সুকান্ত দাশসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করেন।

এদিকে যশোরের সাংস্কৃতিক সংগঠন সমুহ এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করে সকাল সাড়ে ১১টায় যশোর প্রেসক্লাবের সামনে। দীপংকর দাস রতনের সভাপতিত্বে ও সানোয়ার আলম খান দুলুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সুরবিতানের সাধারন সম্পাদক অ্যাডভোকেট বাসুদেব বিশ্বাস, সুরধুণীর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, কিংশুকের সাধারন সম্পাদক আনোয়ারুল করিম সোহেল, সাহিত্য পরিষদের সভাপতি অধ্যক্ষ শাহিন ইকবাল, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম তারু, উদীচীর সাধারন সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব, বিশিষ্ট চিত্রশিল্পী মফিজুর রহমান রুন্ন, বাউলিয়া সংঘের সাধারন সম্পাদক পরিতোষ বাউলসহ অন্যরা।

বক্তারা বলেন বিশ্ব মোড়ল মার্কিন সাম্রজ্যবাদের প্রত্যক্ষ মদদে গাজায় শিশু নারী সহ সাধারন মানুষকে হত্য করা হচ্ছে সেখানে জাতিসংঘ সহ বিশ্ব বিবেক নিরব। গাজায় খাদ্য বন্ধ করা হয়েছে, বিদ্যুত বন্ধ করে রাতের আধারে বোমামেরে নৃশংস ভবে হত্য যজ্ঞ চালাচ্ছে ইযরাইল। এ পর্যন্ত ৫০হাজার মানুষকে হত্য করলো কিন্ত বিশ্ব মোড়লরা কোন ব্যাবস্তা গ্রহন করছে না। আমরা আর এ নৃশংসতা দেখতে চাই না। বাংলাদে সরকারের কাছে দাবী তারা যেন অবিলম্বে এ হত্যা বন্ধে আন্তর্জাতিক মহলে উদ্যোগী হয়। জাতিসংঘের মহসচিব রহিঙ্গাদের সাথে ইফতার করলেন, তিনি কেন প্যালেস্টাইনী শিশুদের সাথে ইফতার আয়োজন করছেন না?

বক্তারা আলোা বলেন স্বাধীনতাকামী মানুষের ন্যায়সঙ্গত সংগ্রাম এবং সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হওয়া জাতি ধর্ম নির্বিশেষে সকলের অ্যতম কর্তব্য হওয়া উচিৎ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here