যশোরের মণিরামপুরে পুতনিকে ধর্ষণের অভিযোগে দাদা আটক

যশোরের মণিরামপুরে ১২ বছর বয়সী পুতনিকে ধর্ষণের অভিযোগে দাদা লুৎফর রহমান গাজী (৬০) কে আটক করেছে থানা পুলিশ। ঘটনাটি সোমবার রাত ১১ টার দিকে মণিরামপুর সদর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে ঘটে। ধর্ষনের অভিযোগে মামলা ও ধর্ষককে আটকের বিষয়টি মঙ্গলবার নিশ্চিত করেছে থানার ওসি নূর মোহাম্মদ গাজী। আটক ধর্ষক লুৎফর রহমান গাজী একই গ্রামের জামির আলীর ছেলে।

ধর্ষনের শিকার শিশুর দাদি ও ধর্ষকের স্ত্রী খোদেজা বেগম জানান, আমার পুতনি অনেকদিন আগে থেকে আমাকে বিষয়টা জানিয়ে ছিলো। আমি তার পর আমার স্বামীকে বলেছি পুতনি বড় হয়েছে তার গায়ে এ ভাবে হাত দিবা না। তার কাছে ও যাবা না তারপর থেকে বিষয়টা কিছুদিন চুপ ছিলো। গত সোমবার আমার পুতনির চাচতো নানি বেড়াতে আসলে পুতনি তার সাথে বিষয়টি বলেছে। তারপর এলাকায় জানাজানি হলে পুলিশ এসে আমার স্বামীকে আটক করে নিয়ে যায়। অপর এক জবাবে ধর্ষনের বিষয়টি এড়িয়ে গিয়ে তিনি বলেন, ধর্ষণ করেছে কিনা জানি না। তবে আমার স্বামী এ ধরনের ঘটনা এর আগেও একাধিক বার করেছে।

এলাকাবাসী সূত্রে জানাযায়, শিশুটির বাবা শারীরিক প্রতিবন্ধী। তিন বছর আগে মা তাদের দুই ভাই বোনকে ফেলে চলে যান। মাসখানেক আগে দাদা লুৎফর গাজী একবার শিশুটিকে ধর্ষণ করেছে। এছাড়া একাধিকবার সে শিশুটির স্পর্শকাতর জায়গায় স্পর্শ করেছে। বিষয়টি পরিবারের লোকজন জানার পর পারিবারিকভাবে লুৎফর গাজীকে নিবৃত্ত করার চেষ্টা করেছে। গত রোববার শিশুটির চাচাত নানী তাঁদের দেখতে আসেন। মেয়েটি দাদার বাড়িতে থাকতে আপত্তি তুলে নানীর সাথে চলে যেতে চায়। নানী কারণ জানতে চাইলে সে তার সাথে ঘটে যাওয়া দাদার কুকর্মের কথা ফাঁস করে। এলাকায় ছড়িয়ে পড়লে তা পুলিশের কানে পৌঁছায়। পরে সোমবার রাত ১১টার দিকে থানা পুলিশ গিয়ে লুৎফর গাজীকে আটক করে শিশুটিকে হেফাজতে নেয়।

শিশুর চাচতো নানি ও মামলার বাদি রাশিদা খাতুন বলেন, আমি আমার জামাইয়ের বাড়িতে বেড়ালে আসলে আমার নাতি আমার সাথে দেখা করতে আসে। এসে সে বলে তার দাদা তার শরীরে খারাপ ভাবে স্পর্শ করে এবং আগেও এমন করেছে সে এটা শুনার পর আমি আমার জামাইকে বিষয়টা জানালে সে এলাকাবাসীকে নিয়ে লুৎফর রহমানকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।

এ ব্যাপারে ওসি নূর মোহাম্মদ গাজী বলেন, রাতেই শিশুটির চাচাত নানী বাদী হয়ে দাদা লুৎফর গাজী বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। লুৎফর রহমানকে গ্রেফতার দেখানো হয়েছে। মঙ্গলবার দুপুরে তাঁকে আদালতে তোলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here