1. jashoretimesbd@gmail.com : admin :
  2. contact@thejashoretimes.com : যশোর টাইমস ডেস্ক : যশোর টাইমস ডেস্ক
রবিবার, ০৪ মে ২০২৫, ১২:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
৫ মে ডা. জুবাইদা রহমানকে সাথে নিয়ে দেশে ফিরবেন খালেদা জিয়া নর্থ সাউথে ভর্তি পরীক্ষা: উত্তীর্ণ ৯ জনের মধ্যে পঞ্চম উপদেষ্টা আসিফ ‘ঘিরে ফেলা হচ্ছে চিকেন’স নেক’—উদ্বিগ্ন ভারত! অভিনেতা সিদ্দিককে পিটিয়ে থানায় দিলো ছাত্রদল বাংলাদেশে তাঁবু গেড়েছে লক্ষাধিক রোহিঙ্গা, আশ্রয় দেওয়ার অনুরোধ জাতিসংঘের শয়তানের ধোঁকায় পড়ে কথা বলেছি: ধরা পড়ার পর জামায়াতের সাবেক সভাপতি গাজায় ‘লাইভ স্ট্রিমিং’ করে গণহত্যা ইসরাইলি বাহিনীরঃ অ্যামনেস্টি ১৩০ পারমাণবিক অস্ত্র সাজানোর জন্য নয়, ভারতের দিকে তাক করা: পাকিস্তানের রেলমন্ত্রী যশোরে চুরির ঘটনায় জড়িত প্রতারক চক্রের ০৫ সদস্য গ্রেফতার পাক-ভারত উত্তেজনা কমাতে ইরানের প্রস্তাবকে স্বাগত জানালেন শেহবাজ শরিফ

যশোরের ঝিকরগাছায় গণধর্ষণ: ছাত্রদলের দুই নেতা সহ চারজন আটক

  • আপডেটের সময়ঃ রবিবার, ১৬ মার্চ, ২০২৫

যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালীতে এক কিশোরীকে গণধর্ষণের ঘটনায় ছাত্রদলের দুই নেতা সহ চারজনকে আটক করেছে পুলিশ।

রবিবার (১৬ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে গদখালী ইউনিয়নের পটুয়াপাড়া গ্রামের একটি লিচু বাগানে এ বর্বরোচিত ঘটনা ঘটে।

ভুক্তভোগী কিশোরী ৯৯৯ নম্বরে কল করলে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান দ্রুত পুলিশ দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করেন এবং মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে সন্ধ্যায় চারজনকে আটক করেন।

আটককৃতরা হলেন—পটুয়াপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে ইয়াসিন আরাফাত (২২), জাকির হোসেনের ছেলে জাবেদ হোসেন (২৮), শরিফুল ইসলামের ছেলে মামুন হোসেন বাপ্পি (২১) ও উজ্জল হোসেনের ছেলে আমিনুর রহমান (২০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, তরুণীটি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে যান। কিন্তু অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়দের সহায়তায় পুলিশ দ্রুত তদন্ত শুরু করে এবং রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত চারজনকে আটক করে।

পুলিশ জানায়, মামুন হোসেন বাপ্পি গদখালী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং ইয়াসিন আরাফাত দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন।

জানা গেছে, মনিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের রাজগঞ্জ গ্রামের টুকু মিয়ার মেয়ে বেনাপোলের খালাবাড়ি থেকে বাসযোগে ফেরার পথে দুপুরে গদখালী বাজারে ফুল কিনতে নামে। এসময় ফুলের দোকানদার আমিনুর রহমানের দোকানে গেলে চার যুবকের সঙ্গে পরিচয় হয়। পরে তারা তাকে ফুলবাগান দেখানোর প্রলোভন দেখিয়ে পটুয়াপাড়া গ্রামের জাবেদ হোসেনের লিচু বাগানে নিয়ে যায় এবং সেখানে গণধর্ষণ করে।

এ ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার নূর ই আলম সিদ্দিকী ও নাভারণ (সার্কেল) এএসপি নিশাত আল নাহিয়ান ঘটনাস্থল পরিদর্শন করেন।

এই চাঞ্চল্যকর ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। অনেকে অভিযোগ করেছেন, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল, কিন্তু যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি।

পুলিশ জানায়, ভুক্তভোগী তরুণী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাকে প্রয়োজনীয় আইনি সহায়তা ও কাউন্সেলিং দেওয়া হবে।

পুলিশ আরও জানিয়েছে, মামলাটি দ্রুত বিচার আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে এবং অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রক্রিয়া অনুসরণ করা হবে। পুলিশ আরও জানিয়েছে, অভিযুক্তদের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হবে।

এদিকে, যশোর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পী জানিয়েছেন, তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে ধর্ষণের ঘটনায় আটক দুই ছাত্রদল নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

One response to “যশোরের ঝিকরগাছায় গণধর্ষণ: ছাত্রদলের দুই নেতা সহ চারজন আটক”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© ২০২৫ | যশোর টাইমস কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
Theme Customized By BreakingNews