যশোরের চৌগাছায় চাচার হাত কামড়ে ধর্ষণ থেকে রক্ষা চতুর্থ শ্রেণির ছাত্রীর

গাজায় ইসরায়েলি বিমান হামলা © সংগৃহীত

যশোরের চৌগাছায় বখাটের হাত কামড়ে ধর্ষণ থেকে রক্ষা পেলো চতুর্থ শ্রেণির ছাত্রী । ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে মিঠু নামে প্রতিবেশী এক চাচার বিরুদ্ধে। 

রোববার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গুয়াতলী গ্রামে এ ঘটনা ঘটে।

শিশুটি জানায়, প্রতিবেশী চাচা মিঠু তাকে বলে তোর দাদি মাঠে পাতা (জ্বালানির জন্য মেহগনিসহ বিভিন্ন গাছের পাতা) কুড়িয়েছে। পাতা আনতে তোকে ডাকছে। এ কথা শুনে সে মিঠুর সঙ্গে মাঠে যায়। কিন্তু মিঠু তাকে মাঠের পাশের পেয়ারা বাগানে নিয়ে যেতে চায়। তখন শিশুটি দাদিকে দেখতে না পেয়ে বাড়ি যেতে চায়।

শিশুটি আরও বলে, ‘ওই সময় মিঠু বলে তুই নিজের মতো চলে যা। আমি পাকা রাস্তায় উঠিয়ে দিতে বলি। মিঠু তখন বাগানের মধ্য দিয়ে একটি কবরস্থানের পাশ দিয়ে আমাকে নিয়ে যেতে চায়। তার সাথে যেতে না চাইলে মারবো বলে শাসায়। একপর্যায়ে মিঠু বুকের মাঝে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং আমার ওপর উঠে জোরাজুরি করতে থাকে। এমনকি গায়ের জামাও ছিড়ে ফেলে। এসময় চিৎকার করতে করতে এক পর্যায়ে মিঠুর হাতে কামড়ে দেই। চিৎকার শুনে মাঠের লোকজন এগিয়ে এলে সে পালিয়ে যায়।’

এদিকে খবর পেয়ে শিশুটির দাদি ও মা-চাচিরা ঘটনস্থলে গিয়ে তাকে উদ্ধার করে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। হাসপাতালে চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন।

চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মেয়েটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তার অভিভাবকরা থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তকে আটকে পুলিশ অভিযানে রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here