যশোরে একটি বেসরকারি হাসপাতালে (আদ্-দ্বীন হাসপাতাল) এক নারী ৪ নবজাতকের জন্ম দিয়েছেন। বৃহস্পতিবার সিজারিয়ান অপারেশনে মাধ্যমে তিনি চতুর্থ সন্তান জন্ম দেন।
হাসপাতাল সূত্র জানায়, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসদাহ সুটিয়া গ্রামের তহমিনা খাতুন দীর্ঘ আট বছর পর বৃহস্পতিবার রাতে (যশোর শহরের আদ্-দ্বীন হাপতালে) চার সন্তানের জন্ম দেন। ২০১৫ সালে তার বিয়ে হয়। বিয়ের তিন বছর পর সন্তান আসে তার গর্ভে। সে সন্তান পৃথিবীর মুখ চোখে দেখেনি। এরপর দীর্ঘ ৮ বছর পর গর্ভ ধারণ করেন তিনি। গত রাতে তিনি চার সন্তান জন্ম দেন। এরমধ্যে একটি ছেলে ও তিনটি মেয়ে রয়েছে। তাদের নাম রাখা হয়েছে জুম্মান, জুবায়ের, জুনিয়া ও জিনিয়া।
আরও পড়ুনঃ যশোরে কৃষকের দুই চোখ তুলে ফেলল দুর্বৃত্তরা
স্থানীয়রা জানান, যশোর রেল রোডের অদ্-দ্বীন হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সন্তানের জন্ম দেন তহমিনা খাতুন। আল্ট্রাসাউন্ড রিপোর্ট অনুযায়ী তার যমজ দুই সন্তান হওয়ার কথা থাকলেও অপারেশনের সময় অবাক করার মতো ঘটনা ঘটে।
হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, সার্জন প্রথমে দুটি সন্তান বের করেন। এরপর আরেকটি মাথা দেখতে পেয়ে তাকে বের করেন। কিন্তু চমক তখনও বাকি! প্লাসেন্টা বের করার সময় দেখা যায়, আরও একটি শিশু রয়েছে। এভাবে চারটি সন্তান জন্মগ্রহণ করে। মা ও চার নবজাতক সুস্থ আছেন।
Leave a Reply