আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যশোর জেলা প্রশাসকের কার্যালয় চত্বর, যা কালেক্টরেট চত্বর নামে পরিচিত, সেখানে সর্বসাধারণের ঘোরাঘুরি, ছবি তোলা এবং টিকটক ভিডিও তৈরি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। নির্বাচনী নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা জানান, নির্বাচন চলাকালীন সময় পর্যন্ত কালেক্টরেট চত্বরে সাধারণ মানুষের অবাধ প্রবেশ বন্ধ থাকবে। তবে সরকারি সেবা গ্রহণের জন্য আগত নাগরিকদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শন সাপেক্ষে তারা নির্ধারিত এলাকায় প্রবেশ করতে পারবেন।
সম্প্রতি যশোর জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট চত্বরের পুকুরপাড় সংস্কার, টাইলস বসানো, বসার ব্যবস্থা ও রঙিন মাছ ছাড়া হয়। এসব উন্নয়ন কাজের ফলে এলাকাটি এক ধরনের বিনোদনস্থলে রূপ নেয়। প্রতিদিন বিকেল হলে জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে ভিড় করতো—কেউ অবসর সময় কাটাতো, কেউ ছবি তুলতো বা টিকটক ভিডিও তৈরি করতো।
তবে নির্বাচনী কার্যক্রমকে ঘিরে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি ও বিশৃঙ্খলা এড়াতে এসব কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
উল্লেখ্য, যশোর জেলা প্রশাসকের কার্যালয় এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। রোববার অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় নির্বাচনী পরিস্থিতিতে কালেক্টরেট চত্বরে সাধারণ মানুষের অবাধ চলাচল নিয়ে আলোচনা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ওই এলাকায় সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা আরও বলেন, জেলা প্রশাসকের নির্দেশ অনুযায়ী নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। নির্বাচন পরবর্তী পরিস্থিতি বিবেচনায় নিয়ে পরবর্তীতে নতুন সিদ্ধান্ত নেওয়া হবে।


