Thursday, January 15, 2026
No menu items!
Homeযশোরযশোরের নিখোঁজ পুলিশ সদস্যের মরদেহ মিলল পঞ্চগড়ে, ২২ দিন পর পরিচয় শনাক্ত

যশোরের নিখোঁজ পুলিশ সদস্যের মরদেহ মিলল পঞ্চগড়ে, ২২ দিন পর পরিচয় শনাক্ত

কর্মস্থল থেকে ছুটি নিয়ে নিজ বাড়ি যশোরের চৌগাছায় এসে নিখোঁজ হওয়া পুলিশ সদস্য আখতারুজ্জামানের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে পঞ্চগড় থেকে। নিখোঁজের প্রায় ২২ দিন পর তার মরদেহ শনাক্ত হওয়ায় পরিবার ও সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের নয়মাইল গ্রামের একটি আখক্ষেত থেকে অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন শুক্রবার (১৯ ডিসেম্বর) মরদেহটির পরিচয় নিশ্চিত হয় নিখোঁজ পুলিশ কনস্টেবল আখতারুজ্জামান হিসেবে।

নিহত আখতারুজ্জামান (৪৬) যশোর জেলার চৌগাছা উপজেলার জামালতা গ্রামের মৃত আনিচুর বিশ্বাসের ছেলে। তিনি বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে কর্মরত ছিলেন এবং খুলনা রেঞ্জের বাগেরহাট জেলার রামপাল থানায় দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার নয়মাইল এলাকার একটি আখক্ষেতের ভেতরে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পঞ্চগড় সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। তবে মরদেহটি অর্ধগলিত হওয়ায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
পরে পঞ্চগড় সদর থানার এসআই বেলাল হোসেন মরদেহের পরিহিত কাপড় ও আলামতের ছবি সংগ্রহ করে নিখোঁজ সংক্রান্ত জিডির সূত্র ধরে বিভিন্ন থানায় পাঠান। এর ধারাবাহিকতায় শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে চৌগাছা থানা পুলিশ মরদেহের কাপড় ও ছবি নিখোঁজ পুলিশ সদস্য আখতারুজ্জামানের পরিবারের সদস্যদের দেখালে তারা শনাক্ত করেন।
নিহতের শ্যালক মামুনুর রশীদ জানান, পরিহিত পোশাক ও সঙ্গে থাকা ব্যক্তিগত জিনিসপত্র দেখে তারা নিশ্চিত হন যে উদ্ধারকৃত মরদেহটি আখতারুজ্জামানেরই।

পঞ্চগড় সদর থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় দুই থেকে তিন সপ্তাহ আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। মরদেহটি অর্ধগলিত হওয়ায় এটি হত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু—তা নিশ্চিত হওয়া যাচ্ছে না। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং প্রয়োজনে সিআইডির সহায়তা নেওয়া হবে।

চৌগাছা থানার ওসি রেজাউল করিম জানান, নিখোঁজ পুলিশ সদস্যের স্ত্রী শাহিনা আক্তার গত ২৮ নভেম্বর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডিতে উল্লেখ করা হয়, আখতারুজ্জামান ২৬ নভেম্বর পাঁচ দিনের ছুটি নিয়ে বাড়িতে আসেন এবং ২৭ নভেম্বর সকালে মহেশপুর যাওয়ার কথা বলে বের হয়ে আর ফিরে আসেননি। যাওয়ার সময় তিনি তার ব্যবহৃত মোবাইল ফোনটি বাড়িতেই রেখে যান। পরবর্তীতে পঞ্চগড় থেকে মরদেহ উদ্ধারের খবর পাওয়া যায়। পুরো ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments