যশোর সদর উপজেলা আওয়ামী লীগ-এর সাধারণ সম্পাদক ও আরবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহারুল ইসলামকে যশোরের একটি মামলায় শোন অ্যারেস্ট দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার সকালে তাকে যশোর আদালতে সোপর্দ করা হলে, সংশ্লিষ্ট মামলায় তাকে আটক দেখিয়ে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম।
আদালত সূত্রে জানা যায়, গত ২৯ অক্টোবর যশোর কোতোয়ালি থানা পুলিশ শহরের ঘোপ সেন্ট্রাল রোডে অবস্থিত একটি ডিজিটাল প্রিন্টিং প্রতিষ্ঠানে অভিযান চালায়। এ সময় যুবলীগ-এর একটি মিছিলের ব্যানার তৈরির সময় হাতেনাতে দুইজনকে আটক করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়, যেখানে শাহারুল ইসলামকেও আসামি করা হয়।
এরপর ৩০ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে ঢাকার শেরেবাংলা নগর থানার পুলিশ শিশু মেলা এলাকা থেকে শাহারুল ইসলামকে আটক করে। তাকে ঢাকার একটি মামলায় আদালতে সোপর্দ করা হয়।
পরবর্তীতে যশোর কোতোয়ালি থানা পুলিশ বিষয়টি জানতে পেরে যশোরের মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখানোর আবেদন জানায়। আদালত সেই আবেদন মঞ্জুর করলে বৃহস্পতিবার তাকে যশোরের মামলায় আটক দেখিয়ে কারাগারে পাঠানো হয়।


