নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ-এর তিন নেতাকে গ্রেপ্তার করেছে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন—চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী, শার্শা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকুল হোসেন এবং সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি আব্দুল আলিম।
বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত যশোর জেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশ জানায়, মেহেদী মাসুদ চৌধুরী চৌগাছা উপজেলার ফুলসারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, যার মধ্যে কয়েকটিতে তিনি পরোয়ানাভুক্ত আসামি। ডিবির ওসি মোহাম্মদ আলী জানান, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে তিনি অস্ত্র মহড়া প্রদর্শন এবং তার নির্দেশে ছাত্রলীগের সন্ত্রাসীরা বিরোধী রাজনৈতিক নেতাদের বাড়িতে হুমকি দেয়। এছাড়া তিনি যশোর জেলা বিএনপি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলার আসামি। অপারেশন ডেভিল হান্ট-এর দ্বিতীয় পর্বের অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
শার্শা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকুল হোসেনকে বুধবার রাত ১১টার দিকে যশোর শহরের রায়পাড়া এলাকা থেকে আটক করা হয়। তিনি বেনাপোলের ঘিবা গ্রামের নজরুল ইসলামের ছেলে। এলাকাবাসীর অভিযোগ, আকুল দীর্ঘদিন ধরে অস্ত্র, মাদক ও সোনা চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন এবং স্থানীয়ভাবে শীর্ষ চোরাকারবারি হিসেবে পরিচিত। এর আগেও ২০২১ সালের ১ সেপ্টেম্বর ঢাকায় অভিযান চালিয়ে তার কাছ থেকে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও গুলি উদ্ধার করা হয়েছিল।
একই রাতে সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের শাখারিগাতী গ্রাম থেকে গ্রেপ্তার করা হয় যুবলীগ নেতা আব্দুল আলিমকে। তিনি ওই গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে। তার বিরুদ্ধেও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ একাধিক অভিযোগ রয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।


