Thursday, January 15, 2026
No menu items!
Homeযশোরযশোরে আলোচিত মহিলা লীগ নেত্রী নাসিমা সুলতানা মহুয়া গ্রেফতার

যশোরে আলোচিত মহিলা লীগ নেত্রী নাসিমা সুলতানা মহুয়া গ্রেফতার

যশোরে বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের হওয়া মামলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গ্রেফতার করেছে আলোচিত মহিলা লীগ নেত্রী নাসিমা সুলতানা মহুয়াকে। সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে শহরের পালবাড়ি গাজিরঘাট রোড এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারের পর সন্ধ্যায় তাকে আদালতে সোপর্দ করলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেফতারকৃত মহুয়া মৃত সোহরাব আলী খানের কন্যা।

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হক ভুঁইয়া জানান, বিএনপির জেলা কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলার তদন্তে মহুয়ার সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। এ কারণেই ডিবির একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে আদালতে হাজির করে।

প্রসঙ্গত, নাসিমা সুলতানা মহুয়া যশোর জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে প্রার্থী ছিলেন। এছাড়া জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ আসনের সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র সংগ্রহ করে আলোচনায় আসেন। এর আগে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করে তিনি ব্যাপক বিতর্ক ও আলোচনার জন্ম দেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments