Monday, December 1, 2025
No menu items!
Homeযশোরযশোরে জমি নিয়ে বিরোধে ছোট ভাইয়ের ছুরিকাঘাত, বড়ভাই আশঙ্কাজনক

যশোরে জমি নিয়ে বিরোধে ছোট ভাইয়ের ছুরিকাঘাত, বড়ভাই আশঙ্কাজনক

যশোর সদর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ঘুরুলিয়া মাজারপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বড় ভাইকে ছুরিকাঘাত করেছেন আপন ছোট ভাই। রোববার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আহত বড়ভাই মিজানুর রহমান (৫০) স্থানীয় মৃত আতর আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন মিজানুর রহমান। এসময় তার ছোট ভাই কামাল হোসেন (৪৫) সেখানে এসে জমিজমা নিয়ে কথা বলেন। কথা কাটাকাটির এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে কামাল হাতে থাকা চাকু দিয়ে বড় ভাই মিজানুরের ওপর একের পর এক আঘাত করেন। এতে তার হাত, কপালসহ শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়।

পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক জানান, মিজানুরের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার্ড করা হয়।

এদিকে, ঘটনা ঘিরে দুই পরিবারের মধ্যে উত্তেজনা বিরাজ করছে বলে জানিয়েছে স্থানীয়রা। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments