Monday, December 1, 2025
No menu items!
Homeযশোররেললাইনে ক্ষতবিক্ষত দেহ, যশোরে ২৩ বছরের যুবকের করুণ পরিণতি

রেললাইনে ক্ষতবিক্ষত দেহ, যশোরে ২৩ বছরের যুবকের করুণ পরিণতি

যশোর সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে জাহিদ আব্দুল্লাহ সিফাত (২৩) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২২ নভেম্বর) ভোরে চুড়ামনকাটি উত্তরপাড়া রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিফাত যশোর সদর উপজেলার বড় হৈবতপুর এলাকার জাকির হোসেনের ছেলে। স্থানীয়রা জানান, ভোরে রেললাইনের পাশে সিফাতের ক্ষতবিক্ষত দেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

সিফাতের বাবা জাকির হোসেন বলেন, তার ছেলে দীর্ঘদিন ধরে ঋণগ্রস্ত ছিল। অতিরিক্ত ঋণের চাপ সহ্য করতে না পেরে সিফাত আত্মহত্যা করে থাকতে পারে বলে তিনি ধারণা করছেন।

যশোর কোতোয়ালি থানার ওসি জানান, লাশ উদ্ধার করা হলেও ঘটনাটি রেলওয়ে পুলিশের অধীনে পড়ায় তারা আইনগত ব্যবস্থা নেবে। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments