যশোর শহরের বাবলাতলায় স্কুলে যাওয়ার পথে ট্রাকচাপায় ইয়াসির আরাফাত শিষ (৫) নামে শিশু শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, বড় ভাই ইয়াসিন আরাফাত সাদ সাইকেলে করে ছোট ভাই শিষকে স্কুলে নিয়ে যাচ্ছিল। বাবলাতলা এলাকায় একটি মালবাহী ট্রাক সাইড দিতে গেলে সাদের সাইকেলের পেছনের চাকা রাস্তায় পাশের খাদে পড়ে যায়। এতে ছোট ভাই শিষ সাইকেল থেকে পড়ে ট্রাকের পেছনের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। তবে বড় ভাই সাদ অল্পের জন্য প্রাণে বেঁচে যায়।
শিশু শিষ যশোর কেন্দ্রীয় কারাগারের পিজনার্স পাবলিক স্কুলের শিশু শ্রেণির ছাত্র। সে শহরতলীর শেখহাটি দক্ষিণপাড়ার স্কুলশিক্ষক শাহাবুদ্দিনের ছেলে।
নিহতের বাবা শাহাবুদ্দিন জানান, সকাল সাড়ে ৭টার দিকে বড় ছেলে সাদ শিষকে সাইকেলে করে স্কুলে নিয়ে গিয়েছিল। কিছুক্ষণ পরেই সাদ দৌড়ে বাড়িতে এসে ছোট ভাইয়ের মৃত্যুর খবর দেয়।
ঘটনার পর কোতয়ালি মডেল থানার ওসি আবুল হাসনাত খান জানান, শিশুটির মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।


