যশোর শহরের মাতৃসেবা ক্লিনিকে জন্ম নেওয়া এক নবজাতকের মুখে ‘আল্লাহ, আল্লাহ’ শব্দ শোনা গেছে বলে দাবি করেছেন চিকিৎসক ও স্বজনরা। জন্মের তিন দিন পর, রবিবার (১৫ নভেম্বর), শিশুটির এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুহূর্তেই ভাইরাল হয়। ভিডিওটি দেখে নেটিজেনরা শিশুটির জন্য শুভকামনা জানান এবং দীর্ঘায়ু কামনা করেন।
পরিবার সূত্রে জানা যায়, গত ১৩ নভেম্বর যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের আরিচপুর গ্রামের আল মামুন তাঁর স্ত্রী মোমেনা খাতুনকে মাতৃসেবা ক্লিনিকে ভর্তি করেন। সেদিন রাতেই ডা. সোনিয়া শারমিন সিজারিয়ান অপারেশনের মাধ্যমে শিশুটির জন্ম করান। জন্মের পরপরই নবজাতক কান্নার সঙ্গে ‘আল্লাহ, আল্লাহ’ উচ্চারণ করছে বলে উপস্থিত চিকিৎসক ও নার্সরা বিস্ময় প্রকাশ করেন।
রোববার ওই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে তা ব্যাপক আলোচনার সৃষ্টি করে।
মাতৃসেবা ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক মনিরুল ইসলাম বলেন, “সদ্য ভূমিষ্ঠ শিশুর কান্নার মাঝে ‘আল্লাহ, আল্লাহ’ ধ্বনি শোনা সত্যিই এক ধরনের অলৌকিক অনুভূতি তৈরি করেছে। আমরা শিশুর কল্যাণ ও সুস্থতার জন্য দোয়া করি।”
এদিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মসজিদের ইমাম হাফেজ ও মাওলানা আব্দুল গনি খান জানান, ভিডিওটিতে শিশুর কান্নার মধ্যে স্পষ্টভাবে ধর্মীয় শব্দ শোনা যায়। তিনি বলেন, “মহান আল্লাহ সবকিছুর ক্ষমতার অধিকারী, তাঁর পক্ষে সবই সম্ভব।”


